সৃষ্টি সাহিত্য যাপন গদ্য কবিতা শিরোনাম "খুব মুস্কিল"কলমে সুনীল বণিক। ১৮/০৩/২০২১****************" খুব মুস্কিল "কলমে সুনীল বণিক। ********************আমার খুব মুস্কিল, কবিতা লেখা নিয়ে। দুঃখের কবিতা লিখি তো বলে,দু…
সৃষ্টি সাহিত্য যাপন
গদ্য কবিতা
শিরোনাম "খুব মুস্কিল"
কলমে সুনীল বণিক।
১৮/০৩/২০২১
****************
" খুব মুস্কিল "
কলমে সুনীল বণিক।
********************
আমার খুব মুস্কিল, কবিতা লেখা নিয়ে।
দুঃখের কবিতা লিখি তো বলে,
দুঃখ দুঃখ সব সময় কেনো? সুখ নেই যেনো।
স্বপ্ন নিয়ে কবিতা লিখি তো বলে,
অত স্বপ্ন দেখা ভালো নয় , বাস্তব ও তো কিছু হয়।
তাই আমার খুব মুস্কিল ,কবিতা লেখা নিয়ে ।
প্রেমের কবিতা লিখি তো বলে
প্রেম বলে কিছু নেই ,স্বার্থ ছাড়া,
ভবে কিছু নেই কেবল বাপ মা ছাড়া।
সমস্যা নিয়ে লিখি তো বলে,
সমস্যা ই তো জীবন, জীবন ই সমস্যা।
ও নিয়ে ভেবে কি হবে? রাখুন মনে আশা।
তাই আমার খুব মুস্কিল, কবিতা লেখা নিয়ে।
দুর্নীতি নিয়ে লিখি তো বলে কি দরকার,
যেরকম চলছে চলুক না,বলাটা ই হবে বেকার।
বন্ধুত্ব নিয়ে লিখি তো বলে, বন্ধুত্ব বলে কিছু নেই,
সব স্বার্থপরতা, পালাবে বন্ধু বিপদ এলেই।
মানবতা নিয়ে লিখি তো বলে, ছাড়ুন মশাই।
ওসব বড়ো বড়ো কথা, ভেবে কি হবে?
আর তো কিছু দিন , কোনো মতে কেটে যাবে।
আমার খুব মুস্কিল, কবিতা লেখা নিয়ে।।