Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

"সুনীল সাগর" কলমে-শুভা
তোমার কাছে বারবার ছুটে আসি,,জানিনা কিসের টানে?হয়তো তোমার নীল আঁখির পলকে নিজেকে খুঁজি অথবা তুমিই পড়েছো ভীষণ প্রেমে গভীর সংগোপনে,,তাই এই দুর্নিবার,অপ্রতিরোধ্য আকর্ষণ।ঘন্টার পর ঘন্টা মুগ্ধ দৃষ্টিতেত…

 


"সুনীল সাগর"

 কলমে-শুভা


তোমার কাছে বারবার ছুটে আসি,,

জানিনা কিসের টানে?

হয়তো তোমার নীল আঁখির পলকে নিজেকে খুঁজি অথবা তুমিই পড়েছো ভীষণ প্রেমে গভীর সংগোপনে,,তাই এই দুর্নিবার,অপ্রতিরোধ্য আকর্ষণ।

ঘন্টার পর ঘন্টা মুগ্ধ দৃষ্টিতে

তাকিয়ে থাকি তোমার দিকে।

কত কি শিখিয়েছো তুমি,,

দেখেছি যেখানে তোমার গভীরতা,,

সেখানে তুমি কতটা স্থিতধী, শান্ত।

কেমন যেন মন খারাপ করা নীরবতা।

আবার এই তুমিই যখন বালুরাশির উপর সমস্ত শক্তি

উজাড় করে আছড়ে পড়ো,,

তখন ভাবি তুমি কি ভয়ঙ্কর,,

কি নিষ্ঠুর।

কত শত মানুষ তোমার কাছে এসে আনন্দ পায়,

জীবনের রোজনামচার একঘেয়েমি কাটিয়ে সতেজ মন নিয়ে আবার ফিরে যায়

নিজ নিজ অবস্থানে।

কারুর ঔদ্ধত্য কোনোদিন তুমি বরদাস্ত করোনি।

তোমার বিশালতা,তোমার অসীম শক্তিকে যারা উপেক্ষা করেছে,,

তারা তোমার করাল গ্রাস থেকে নিস্তার পায়নি।

আবার যারা তোমার শক্তিকে

সম্ভ্রম করে, তাদের তুমি নির্মল

খুশি উপহার দিয়েছো,,,

নদীগুলি যখন প্রবল আকাঙ্খায় মিশে যেতে চায় তোমার অন্তহীনতায়--

তুমি সাদরে, পরম যত্নে তাদের গ্রহণ করো সীমাহীন উদারতায়।

কত কি,,,কত কি যে তোমার কাছে শেখার আছে 

ওগো মোর সুনীল সাগর।।