বিষয় : স্মৃতির পাতায়কলমে : কবিতাতারিখ : ১২/০৩/২০২১
একাকীত্বের আড়ালে মনের গহীনে ঘুমিয়ে আছে অসংখ্য স্মৃতি।মাঝে মাঝে ইচ্ছে করে,,,,পুরোনো স্মৃতির পাতায় হাত বুলিয়ে যায়।কত যে আনন্দের ও সুমধুর ছিলো সেই সব স্মৃতি,আজ চোখের মনিকোঠায…
বিষয় : স্মৃতির পাতায়
কলমে : কবিতা
তারিখ : ১২/০৩/২০২১
একাকীত্বের আড়ালে মনের গহীনে ঘুমিয়ে আছে অসংখ্য স্মৃতি।
মাঝে মাঝে ইচ্ছে করে,,,,
পুরোনো স্মৃতির পাতায় হাত বুলিয়ে যায়।
কত যে আনন্দের ও সুমধুর ছিলো সেই সব স্মৃতি,
আজ চোখের মনিকোঠায় ভেসে ওঠে।
তোমার কি মনে পড়ে,,,,?
অপরুপ সাজে সজ্জিত বাগানের গোলাপ, জুই, বেলি, শিউলি সহ কত রঙ বেরঙের ফুল তুমি আমার কাছে এনে দিতে।
সেই ফুলের সৌরভে সুবাসিত হতো আমার সমস্ত দেহখানা।
তখন ভালোবাসার অযুহাতে, খুনসুটি আর দুষ্টুমিতে ভালোবাসায় ভরিয়ে দিতে আমাকে।
আমি তোমার কাছ থেকে চলে এলেই তুমি রাগ করতে,
রেগে গিয়ে বলতে__
যাও কবিতা, চলেই যাও।
আমি যখন থাকবো না, হাজার ডেকেও দেখা পাবে না।
তখন আমিই থাকবো তোমার স্মৃতির পাতায়।
তোমার কথায় সত্যি হলো।
এখন মন চাইলেও তোমার দেখা পাই না!!
হাজার ডাকেও কেও এখন আর সাড়া দেয় না!!
কতোটা নিঃস্বার্থ ভাবে ভালোবাসি,
এটা সবসময় বোঝাতে চেয়েছি তোমায়।
তোমার চলে যাওয়ায়!!
রুদ্ধশ্বাসে স্মৃতির ধুলো উড়ছে আমার ডাইরির প্রতিটা খাতায়।
স্মৃতিতে ভাসা কিছু মুহূর্ত, কিছু আবেগ, কিছু মান অভিমান, কিছু পূর্ণতা, কিছু অপূর্ণতা, কিছু কবিতা
সবই ভেসে ওঠে আমার স্মৃতির পাতায়।
কত প্রেমিক হারিয়ে গেছে জীবন নদীর স্রোতে,
তবু ভোলেনি ভালোবাসা শত বেদনার আঘাতে।
তবে তুমি কেন চলে গেলে আমার স্মৃতির পাতাতে?
কোথায় তুমি আছো বলো, আমি যে খুঁজে যাই সাত সমুদ্র তেরো নদী এক করে।
তবুও তোমার খোঁজ পাইনা আমি, গিয়েও বহু দূরে।
ভালোবাসার রথে, স্মৃতির পথে, আমি আছি শূন্য হাতে,
তুমি কি একটুও ভালোবাসা খুঁজে পাওনি আমাতে?
তোমার চলে যাওয়াতে আমি হয়েছি বিরহী ঘাস!!
আমার বুকে তোমার জন্য শিশির জমে,,,,
আর সেই শিশিরের প্রতিটা ফোঁটায় ফোঁটায় লুকিয়ে থাকে আমার স্মৃতি।
কষ্ট, অশান্তি, না পাওয়া, চোখের জল এই সবই ভেসে বেড়ায় আমার স্মৃতির কালো ধোঁয়ায়।
তাই বলতে চাই__!!
নীরবতা এখন বৃষ্টি হয়ে নামে,
আমার চোখের পাতায়!
পুরোনো স্মৃতি গুলো ভেসে ওঠে,
হৃদয়ের লুকানো আঙিনায়!
ভালোবাসাটা না হয় তোলাই থাক,
আমার লেখা কবিতায়!
মনের কথা গুলো লিখে গেলাম,
আজ নতুন স্মৃতির পাতায়!