Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি  (বিশ্ব বঙ্গ বাংলা সাহিত্য)ইভেন্ট বসন্ত বাতাসে ঐ মন জুড়ে  হাসে ।সৃষ্টি বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য  যাপন- -শিরোনামে--_'বসন্ত বাতাসে _তারিখ- 17/3/2021কলমে- -_কৃষ্ণা _চট্টোপাধ্যায় _বসন্ত বাতাসে ঐ মন জুড়ে হাসেপ্রেম উচ্ছাসে  ।…

 


সৃষ্টি  (বিশ্ব বঙ্গ বাংলা সাহিত্য)

ইভেন্ট 

বসন্ত বাতাসে ঐ মন জুড়ে  হাসে ।

সৃষ্টি বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য  যাপন- -

শিরোনামে--_'বসন্ত বাতাসে _

তারিখ- 17/3/2021

কলমে- -_কৃষ্ণা _চট্টোপাধ্যায় _

বসন্ত বাতাসে ঐ মন জুড়ে হাসে

প্রেম উচ্ছাসে  ।

বসন্ত বাতাসে মধু বনে মৌমাছি করে নাচানাচি  ।

ফুল গুলি ঢেউ তুলি মিশে দক্ষিণ 

বাতাসে ।

ফাগের রঙ মিশে রঙিন আকাশে ।

প্রজাপতি উড়ে যায় ফুলে ফুলে মধু

খায় ।

বেণু বাজে নদী তীরে বসন্ত বাহারে ।

আনমনে  ছুটে  যায় কোন সে বিরহী।

বাঁশীর তানে তানে কেঁপে ওঠে ঠোঁট

দুটি ।

চরণের নূপূর বাজে রুনু ঝুনু 

বুকের আঁচল ওড়ে বাতাসে ।

মন জুড়ে বাজে  অনুরাগের সুর ।

যে রাগে মিলিত হয়  পিয়াসী সুদূর ।