Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন।শিরোনামঃ ""দরদী একজন মহামানব""কলমেঃশামসুন নাহার। ১৭/৩/২১
টুঙ্গিপাড়ায় জন্ম নিল এক ক্ষনজন্মা মহামানব,নাম তাঁর শেখ মুজিবর রহমান।নিপীড়িত  বাংলার ভাগ্যাকাশে যে ছিল বৃহস্পতি মহান!দিলে যার দয়া ছিল…



 সৃষ্টি সাহিত্য যাপন।

শিরোনামঃ ""দরদী একজন মহামানব""

কলমেঃশামসুন নাহার। 

১৭/৩/২১


টুঙ্গিপাড়ায় জন্ম নিল এক ক্ষনজন্মা মহামানব,

নাম তাঁর শেখ মুজিবর রহমান।

নিপীড়িত  বাংলার ভাগ্যাকাশে যে ছিল বৃহস্পতি মহান!

দিলে যার দয়া ছিল অশেষ অফুরান!!


 কিশোর মুজিব ছিল সবার আদরের ধন।

সকলের সাথেই যার ছিল মায়ার বন্ধন।

দরদী মুজিব দেশের তরে,অবহেলিত জনতার তরে

কারাগারে  কত যে করেছেন অনশন!


সূর্য সন্তান তরুণ মুজিব ছিল

 আপোষহীন দেশের জন্য।

ছিল প্রতিবাদী অসীম সাহসী

দেশ দরদী এ উজ্জ্বল নক্ষত্র,ছিল তেজস্বী অনন্য!


তিনি ছিলেন দেশের কালজয়ী নেতা,কোটি বাঙালীর পিতা।

যিনি ছিনিয়ে এনেছেন দেশের জন্য স্বাধীনতা।

এই নিপীড়িত বঙ্গে তাঁর জন্ম যদি নাইবা হতো,

ক্ষত বিক্ষত বাঙালী এমন দেশ দরদী নেতা কোথায় পেতো!


তিনি চেয়েছেন বাঙালী  হোক মুক্ত

রক্তচোষাদের শোষণ, দলন,পীড়ন থেকে আজীবন।

রক্তের নদী সাঁতার কেটে শৃংখল মুক্ত হোক

পরাধীনতা থেকে বাংলার জনগন।


আজি তাঁর শতবর্ষ জন্মদিনে ক্ষনে ক্ষনে প্রান ভরে করি দোয়া

আমরা  আপামর বাংলার জনগন।

বাঙালী তথা বিশ্বের দরবারে 

কেউ কোনদিন শুনেনি রক্ত টগবগা এমন ভাষণ!


"রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিবো

এদেশকে শত্রু মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ! "

মুজিব ছাড়া কে বলবে আর এমন কালজয়ী কথণ!!!

৭ই মার্চের আগুন ঝরা ভাষণ,এনে দিয়েছে  বাঙালীর মুক্তির চেতন!!!