Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপনবিষয়-গদ্য কবিতা     তবুও আসবে   ------------------------     সুমিত্রা সাউ গিরি   -----------------------------কালো আঁধারে ডুবেছে জগৎ আজযারা অন্ধ তারা নাকি পদ্মলোচন।যারা নিষ্ঠুর হৃদয় হীন সুকৌশলীতারাই দেশের দশের…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন

বিষয়-গদ্য কবিতা

   

     তবুও আসবে

   ------------------------

     সুমিত্রা সাউ গিরি

   -----------------------------

কালো আঁধারে ডুবেছে জগৎ আজ

যারা অন্ধ তারা নাকি পদ্মলোচন।

যারা নিষ্ঠুর হৃদয় হীন সুকৌশলী

তারাই দেশের দশের এক

জগ‍ৎ সংসার সচল তাদেরই কু-পরামর্শে।

সবাই জানি তারা উলঙ্গ

তবুও করতালির ঝড়।

আর যারা জ্ঞানী-গুনী মহৎজন

সমাজের-জগতের আলোর তরে

সদা চিন্তিত-নিবেদিত প্রাণ

তারা আজ তুচ্ছ নগন্য

শুধুই জীবন্ত দেহমাত্র।

চোখ মন বিরক্ত-ক্ষুব্ধ

তবুও নিরুপায়-তালাবদ্ধ।

মরছে মানুষ,মরছে জীবন

প্রাণ আজ বড়ো অসহায় -পন্য।

তবুও আছে কচি ঘাসের সজীবতা

আছে ফুলের বাহারী রং

আছে গরম ভাতের সুবাস

আছে ভালোলাগা ভালোবাসা...

আছে উচ্ছ্বল প্রাণশিখা।

আসবে আগামী

নব ইতিহাস নিয়ে...

একদিন কোন একদিন......…।