Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত‍্য যাপন(1)
#সাত_সম্মুদ্দুর_ কাব‍্য#শিরোণাম_তোমাতে#কলমে_নির্মল_বরাট#তাং27/02/2021
আঠারোটা বসন্ত আছি শুধু তোমার দীর্ঘ প্রতীক্ষায়,মনের একান্তে এঁকে গেছি ছবি স্বপ্নাদৃত মহিমায়,পর্ণমোচী অঙ্গনে এনেছি নব সবুজ,-কাঙ্ক্ষিত গরিমা…

 


সৃষ্টি সাহিত‍্য যাপন

(1)


#সাত_সম্মুদ্দুর_ কাব‍্য

#শিরোণাম_তোমাতে

#কলমে_নির্মল_বরাট

#তাং27/02/2021


আঠারোটা বসন্ত আছি শুধু তোমার দীর্ঘ প্রতীক্ষায়,

মনের একান্তে এঁকে গেছি ছবি স্বপ্নাদৃত মহিমায়,

পর্ণমোচী অঙ্গনে এনেছি নব সবুজ,-কাঙ্ক্ষিত গরিমায়,

প্রেমাসিক্ত আতর ঝরিয়ে দিতে চাই আগামী পথচলায়,

সাত সম্মুদ্দুর পেরিয়ে ঘর বাঁধবার একান্ত কামনায়,

রঙের মশাল জ্বলে উঠুক সুপ্ত নম্র চেতনায়,

শুধু হাতে হাত রাখি চলো এই বেলায়।


                            (2)

#সাত_সম্মুদ্দুর কাব‍্য

#শিরোনাম_আর_নয়

#কলমে_নির্মল_বরাট

#তাং27/02/2021


আজ আর অদৃশ‍্য অলীক কল্পনার জগতে নয়,

এসে দাঁড়াতে চাই বাস্তবের রুক্ষ মাটির মায়ায়।

কেটে যাক নম্র মেদুর পরাজিত লজ্জার ভয়,

আকাশে উড়ুক জীবন ধ্বজা,-শুধু উল্লাস গরিমায়।

শুন‍্যতা মাখুক ফেলে আসা পথের সকল চাওয়া, 

ভুলে যেতে চাই মরিচীকার পেছনে ছুটে যাওয়া,

এখনো যে বাকী সাগর মোহনায় ছুটে যাওয়া।


                              (3)

#সাত_সম্মুদ্দুর_ কাব‍্য

#শিরোনাম_সাগর_মায়ায়

#কলমে_নির্মল_বরাট

#তাং_27/02/2021


এই অন্তরে শীত চলে গেছে সেই কবেই ;

শুকনো বাতাসের বেহায়া নৃত‍্যের উল্লাসে ঝরে গেছে, 

অতীতের জমে থাকা যাবতীয় রিক্ততা আর বঞ্চনা।

ফাগুন হিল্লোলে এখন শুধু কান পেতে রয়েছি,

অপেক্ষায় আজি রক্তিম গোধুলির রঙ চুমে নিয়ে,

কোন এক সাগরপাড়ের যৌবনী মত্ততায় বিভোর হয়ে,

মুক্তো হাসির তরে তোমার সিঁথি রাঙাবো বলে।


#বি:দ্র-সাতটি শব্দ দিয়ে গঠিত বাক‍্য নিয়ে মোট সাত লাইনের পূর্ণাঙ্গ কবিতা এবং একবার হলেও সমুদ্রের উল্লেখ থাকবে।