Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্ট_সাহিত্য_যাপন
#শিরোনাম__প্রতিদান#কলমে__শান্তি_দাস#তারিখ__১৭_০৩_২০২১ইং
মানুষ হয়ে জন্মেছি প্রত্যেকেই আমরা পরের তরে, একে অপরকে করবে দান,আসে সবার উপকারে। মানুষ মানুষ রূপে শ্রেষ্ঠ হয় যদি না চায় প্রতিদান, মনুষ্যত্ব হারায় মানুষ …

 


#সৃষ্ট_সাহিত্য_যাপন


#শিরোনাম__প্রতিদান

#কলমে__শান্তি_দাস

#তারিখ__১৭_০৩_২০২১ইং


মানুষ হয়ে জন্মেছি প্রত্যেকেই আমরা পরের তরে, 

একে অপরকে করবে দান,আসে সবার উপকারে। 

মানুষ মানুষ রূপে শ্রেষ্ঠ হয় যদি না চায় প্রতিদান, 

মনুষ্যত্ব হারায় মানুষ প্রতিদান চায় যদি করে দান।


প্রকৃতি নীরবে নিভৃতে করে কত কিছু দান, 

তার বিনময়ে প্রকৃতি আমাদের কাছে চায় না তার প্রতিদান, 

বৃক্ষের স্বভাব যদি মানব জাতির পেতো, 

মানব শ্রেষ্ঠ জীব মহৎ গুনে অধিকারী হতো। 


গরীবকে দান করে অনেক মানুষ পরিচিত রূপে দাতা, 

যদি থাকে তার মহৎ গুণ দানে হয় পরিত্রাতা। 

মানুষ রূপে শ্রেষ্ঠ হয়ে যদি চায় দানের প্রতিদান, 

মনুষ্যত্ব হারায় তখন সমাজে পরিচিত তার নিকৃষ্ট মান। 


গাছপালা দানের নেই সীমা সমানে করে যাচ্ছে দান, 

এই দানের মহৎ দান তাতে মানবজাতি দিতে পারে প্রতিদান! 

গরীবকে দান করে কেউ যদি ভাবে পাবে প্রতিদান, 

সেই দান দান নয় দানের প্রতি অবমাননার মান। 


দেশের জন্য কত মায়ের সন্তান নিজেকে করেছে বলিদান, 

শহীদের রক্তে নাম লিখেছে চায়নি কোন প্রতিদান। 

সমাজের দাতারূপে অসীম দানে যদি হয় গ্রহীতা। 

সেই দানের মহত্ব সমাজের প্রতিদান তাদের নাম কুলাঙ্গারে নিহিত।