Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি সাহিত্য যাপন
#কে বাজায় বিবেকের বাঁশি
ডা.শামস রহমান ২ চৈত্র'১৪২৭;১৬/০৩/২১
কার কাছে যাব কে দেবে সান্ত্বনা,আজ সবাই তো জ্বলছে নিভছেপৃথিবী আঁধার কে করে উদ্ধার,পথের ঠিকানা খুঁজে মরছে!দুনিয়া দেখা শেষ নেই কিছু অবশেষ,মিথ‍্যার মাঝ…

 


#সৃষ্টি সাহিত্য যাপন


#কে বাজায় বিবেকের বাঁশি


ডা.শামস রহমান 

২ চৈত্র'১৪২৭;১৬/০৩/২১


কার কাছে যাব কে দেবে সান্ত্বনা,আজ সবাই তো জ্বলছে নিভছে

পৃথিবী আঁধার কে করে উদ্ধার,পথের ঠিকানা খুঁজে মরছে!

দুনিয়া দেখা শেষ নেই কিছু অবশেষ,মিথ‍্যার মাঝে করি বাস

কে বলে দেবে কারা বদলে দিলো,যত মানুষের চরিত্র অভ‍্যাস?

ঐ দেখো ওপারে কে যেন দাঁড়িয়ে,হাতে তার একটি বাঁশি

মুরলী বাজায় সে সুর বিবেকের টানে,পিছে পিছে ছুটে তার সাথী!


ঘুম নির্ঘুম দু'চোখ অশ্রুসজল,কে মুছে দেয় সে ভেজামুখ

মানুষ যেন শুধু দুঃখ দিতে জানে,এ পৃথিবীতে নেই আজ কোন সুখ!

একটি বারের জন‍্য বলে দাওনা,কোথায় খুঁজে পাবো মানবতা

যেদিকে তাকাই সবাই ব‍্যস্ত,নিজের প্রয়োজনে মেটায় পূর্ণতা?

পলাশ শিমুল তোমায় রাঙালো যে রক্তে,তারা আজ কোথায় কতদূরে

মনে পড়বে চিরকাল তোমাদের কথা,বিবেক জেগে আছে তাকে ঘিরে!


কেউ কারও নয় এমনই হয়,হারে বিবেকের কাছে লোভ লালসা

যার যেমন খুশী তেমনই চলছে,কি আসে যায় নেই আগামীর আশা!

যে পিঞ্জরে আছে কিবা গুঞ্জরে,দেখেছি পাখির ব‍্যথাতুর চাহনি!

তোমাদের আসর চিরভাস্মর হয়ে থাক,যত কথা ফুটুক আগমনীর!

আমার হলো সারা তোমার শুরু,এইতো প্রকৃতির খেলা

কোনদিন গান শুনে মনে পড়ে যদি,কথাটি মনে রেখো বারবেলায়!


#কবিস্বত্ব_সংরক্ষিত।