Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম-মুক্তি তোমার বুকেকলমে-মধুমিতা হালদারতারিখ-১৭/৩/২০২১
তুমিই জগৎ সংসারের মা তোমার পবিত্রতায় আমি ডুব দিয়ে শুদ্ধ হই। অবিরাম গতিতে শান্ত এক আকাশের নীচে তোমার বয়ে চলা। কত মানুষ পূর্ণতা পায় তোমার কাছে। তোমার…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম-মুক্তি তোমার বুকে

কলমে-মধুমিতা হালদার

তারিখ-১৭/৩/২০২১


তুমিই জগৎ সংসারের মা 

তোমার পবিত্রতায় আমি ডুব দিয়ে শুদ্ধ হই। 

অবিরাম গতিতে শান্ত এক আকাশের নীচে তোমার বয়ে চলা। 

কত মানুষ পূর্ণতা পায় তোমার কাছে। 

তোমার বুকের ওপর দিয়ে কতশত মানুষের আনাগোনা। তোমাতেই মুক্তি খুঁজি। 

তোমাতেই সব চাওয়া পাওয়া। 

রোদ বৃষ্টি ঝড়ে কত নোংরা আবর্জনা ধুয়ে মুছে সাফ করো। হদিস মেলে না। তোমার কোনো কিনারা নেই, মাঝে মাঝে তুমি 

রেগে গিয়ে যা খুশি করে বসো। 

               কিন্তু কেন? 

কেন! তুমি কোল খালি করো? কেন তুমি অনাথ করো? 

কেন তুমি সোহাগ ছিনিয়ে নাও? তোমার বুকে টেনে নাও। ফিরিয়ে তুমি দাও ঠিকই কিন্তু নিস্তেজ নিষ্প্রাণ দেহ পড়ে থাকে। 

       তাও তো তুমি কতো পবিত্র, 

তোমার  ছোঁয়ায় পবিত্র আমরা, 

সকাল থেকে রাত সব মুহুর্তের সঙ্গী তুমি।সবার ভালোবাসা আর চাহিদার মাঝে একটু আনমনা হয়ে ওঠো, 

তোমার পবিত্রতায় সব পাপীরা  মুক্তি খোঁজে। 

পূণ্য স্নানে মুক্তির দ্বার তোমার ছোঁয়াতেই।