Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতামধুময় শ্যাম**********চোত ফাগুনের পলাশ অশোকরাঙানো প্রাঙ্গণে,কৃষ্ণচূড়ার আগুন ছোঁয়ামধুমলয়া অঙ্গনে ।আকাশ বাতাস ভারী করেধায় প্রেমের উচ্ছাস,তবুও তারই মাঝে বিরহীবিরহে উদাস ।
মনমহুয়ার মাতাল নেশায়ফুল ফুলেল সাজে,আসে…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা

মধুময় শ্যাম

**********

চোত ফাগুনের পলাশ অশোক

রাঙানো প্রাঙ্গণে,

কৃষ্ণচূড়ার আগুন ছোঁয়া

মধুমলয়া অঙ্গনে ।

আকাশ বাতাস ভারী করে

ধায় প্রেমের উচ্ছাস,

তবুও তারই মাঝে বিরহী

বিরহে উদাস ।


মনমহুয়ার মাতাল নেশায়

ফুল ফুলেল সাজে,

আসে নীলাম্বরী পরে

রাধিকা শ্যাম কাছে,

ময়ূরপাখা মুকুটে শ্যাম

হাতে মোহন বাঁশি,

পীতাম্বরে ঢাকা অঙ্গ

অধরে মধুর হাসি।


রাঙা চরণ ত্রিভঙ্গে

রাধিকা তাঁর বামে,

অপরূপা তনু প্রভুর

রাজিত বাঁকা ঠামে ।

নিত্যবসন্ত বৈকুন্ঠে প্রভু

নিত্য বৃন্দাবনে,

নিত্য হোরী খেলে

প্রভু গোপীজন সনে।


সকল জীবের পুরুষ তুমি

পুরুষোত্তম মধুসূদন,

মধুর তোমার সকল লীলা

মধুর নয়ন মধুর বদন ।

প্রাকৃত জনে কৃপা

কর বংশীধারী,

অন্তিমে তোমার চরণে

স্থান দিও আমারই ।


✍️পম্পা বন্দ্যোপাধ্যায়

১৭.০৩.২০২১