#সৃষ্টি_সাহিত্য_যাপনবিভাগ:গদ্য কবিতা শিরোনাম:দগ্ধহাসিকলমে-বন্দনা পাত্র তারিখ-১৭|০৩|২০২১একটা বোধ কেমন করে ঘোরে মাথার ভিতর---,এ বোধ এমন হানা দেয় ক্ষণে ক্ষণে কানামাছি খেলার মতো চোখ বেঁধে, নিজেকে ভাবি আর ভাবি----।কত হাসি পুড়ছে,আর দগ্…
#সৃষ্টি_সাহিত্য_যাপন
বিভাগ:গদ্য কবিতা
শিরোনাম:দগ্ধহাসি
কলমে-বন্দনা পাত্র
তারিখ-১৭|০৩|২০২১
একটা বোধ কেমন করে ঘোরে মাথার ভিতর---,
এ বোধ এমন হানা দেয় ক্ষণে ক্ষণে
কানামাছি খেলার মতো চোখ বেঁধে,
নিজেকে ভাবি আর ভাবি----।
কত হাসি পুড়ছে,আর দগ্ধহাসির ছাই দৃষ্টিগোচর হচ্ছে না,
সময় বড় ভয়ানক।
এই চোত বোশেখে হানা দিল কারা?
কনকচাঁপার গন্ধ নিয়ে বসন্ত সোহাগে মধুময় ওরা,
ব্যস্ত সময় দগ্ধ হয়ে অন্তরালে হাসে।
কত গৃহিণীর কান্না শুনি গল্প লেখার ছলে,
বোধটা আবার কামড়ে ধরে জীবনবোধের ঘরে।
ভাবনা-বলয় হচ্ছে শ্মশানচারী,
আঘাত কাঁপে বুকের ভিতর
পাঁজরে এক দগ্ধ হাসি।