Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন।বিভাগ - গদ্য কবিতা।শিরোনাম - সম্মান - আত্মসম্মান।কবি - অরিজিতা ঘোষ।তারিখ- ১৭.০৩.২০২১.
আত্মসম্মান অর্থাৎ আত্মার সম্মান বা নিজস্ব সম্মান বোধ।সম্মান এবং আত্মসম্মান দুটি পৃথক শব্দ।শুনতে অবাক লাগলেও দুটি শব্দের মূল্…

 


সৃষ্টি সাহিত্য যাপন।

বিভাগ - গদ্য কবিতা।

শিরোনাম - সম্মান - আত্মসম্মান।

কবি - অরিজিতা ঘোষ।

তারিখ- ১৭.০৩.২০২১.


আত্মসম্মান অর্থাৎ আত্মার সম্মান বা নিজস্ব সম্মান বোধ।

সম্মান এবং আত্মসম্মান দুটি পৃথক শব্দ।

শুনতে অবাক লাগলেও দুটি শব্দের মূল্যবোধ ভিন্ন।।

আত্মসম্মান এমন একটি শব্দ যার ব্যাখ্যা একটু কঠিন।

মূল্যবোধের তারতম্যে এক একজনের আত্মসম্মান বোধ হয় এক একরকম।।

বলা যেতে পারে আত্মসম্মান এমন একটি বর্ম যা মানুষের রক্ষা কবচ।

যাকে ভেদ করে কাউকে অপমানিত করা খুব কঠিন।।

মানুষ তার ব্যক্তিত্ব,নিজস্ব মূল্যবোধ দিয়ে নিজের চারপাশে এমন একটি বলয় রচনা করে,

যাকে ভেদ করা খুব কঠিন।

কখনো এই আত্মসম্মান চূর্ণ হওয়ায় কেউ নিজেকে শেষ ও করে চিরতরে।।

তাই বলা যেতে পারে আত্মসম্মান এমন এক ব্যক্তিত্ব,

যা নিজে থেকে তৈরি হয়,কেউ তা এনে দিতে পারে না।।

আর এর উল্টো দিকে রয়েছে সম্মান,যার মধ্যে আছে দুপক্ষের সম্মান দায়িত্ব।

শ্রদ্ধা রূপে,মানুষকে মানুষ হিসাবে গণ্য করার ভিত্তিতে এক পক্ষ আর এক পক্ষকে দেয় সম্মান।

যে সম্মানের মধ্যে থাকে ভক্তি,যে সম্মানে থাকে গুরুজনকে আপন করে নেবার সৎ ইচ্ছা।

সম্মান হয় দ্বায়িত্বের,সম্মান হয় একজন গুণীর আর একজন গুণীর প্রতি।

সম্মান থাকে দুটি সম্পর্কের মধ্যেও।।

তাই সম্মান আর আত্মসম্মান কখনই হয় না এক,তারা দুটি ভিন্ন বোধ।

শুধু মিল একটাই - আত্মসম্মান বোধ সম্মান অর্জনে অনস্বীকার্য।।

-----------------*----------------