Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ - কবিতাশিরোনাম - যতদিন বাঁচবেনূপুর আঢ‍্য১৭/০৩/২০২১
আস্তেআস্তে বাড়ে দূরত্ব,বিশ্বাসে ধরে ফাটল,ভালোবাসা ক্রমাগত হয় শুষ্ক,পৌঁছায় কর্দমাক্ত তলানিতে।
আত্ম সম্মান অমূল্য সম্পদ,বিকল্প খোঁজা বৃথা,শিরদাঁড়া রাখো সোজা।…

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ - কবিতা

শিরোনাম - যতদিন বাঁচবে

নূপুর আঢ‍্য

১৭/০৩/২০২১


আস্তেআস্তে বাড়ে দূরত্ব,

বিশ্বাসে ধরে ফাটল,

ভালোবাসা ক্রমাগত হয় শুষ্ক,

পৌঁছায় কর্দমাক্ত তলানিতে।


আত্ম সম্মান অমূল্য সম্পদ,

বিকল্প খোঁজা বৃথা,

শিরদাঁড়া রাখো সোজা।

চির উন্নত জীবন অধিক গ্ৰহণীয়,

উন্নত শিরের জন্য

অবশ্যই সংযম পালনীয়।


স্বচ্ছ ভাবমূর্তি নেই যার

জীবন বৃথা তার,

কুশলীরা আত্ম সম্মানের নিমিত্তে

বিচার-বিবেকহীনদের সাথে রাখে দূরত্ব।

প্রয়োজনে এক কথায় আত্মীয়স্বজনদের 

দেয় চির বিসর্জন।


যতদিন বাঁচবে মাথা উঁচু রাখবে,

বিধিনিষেধ মানবে সৎপথে থাকবে।