সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম,আমার কবিতাকলমে,কৃষ্ণা গুহ04-03-2021
তোমার মনের গহীন বনে আমার শব্দ চয়ন!!শরীরের প্রতিটি বাঁকে বাঁকেকবিতা তোমাকেই পাই খুঁজে!!শুধু কবিতা নিয়েই আমার পথ চলা।পাহাড় শৃঙ্গে হেঁটে বেড়াই,উত্তাল সমুদ্রে গাঁথি কবিতা…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম,আমার কবিতা
কলমে,কৃষ্ণা গুহ
04-03-2021
তোমার মনের গহীন বনে
আমার শব্দ চয়ন!!
শরীরের প্রতিটি
বাঁকে বাঁকে
কবিতা তোমাকেই
পাই খুঁজে!!
শুধু কবিতা নিয়েই আমার পথ চলা।
পাহাড় শৃঙ্গে হেঁটে বেড়াই,
উত্তাল সমুদ্রে গাঁথি কবিতার মালা।
জোস্না পুলকিত তারাদের সাথে খেলা,
শিহরিত হয় শরীরে কবিতার ছন্দ গান!!
হয়তো কোনো একদিন
সমস্ত শরীরের
ভাঁজে ভাঁজে
লুকোনো শব্দ গুলো নিয়ে লিখব এক বিকশিত প্রেমের কবিতা।
তার রূপে রসে ভেসে বেড়াবো
চন্দ্র ছন্দ কলায়
অঙ্গ প্রতঙ্গ জুড়ে শব্দরা উচ্চারিত হবে,
জীবনের পড়ন্ত বেলায়।।