সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম:-অন্তিম বয়সেকলমে-শিবানী সাহাতারিখ:-০৪/০৩/২০২১
বয়স কালে ভাবনা চিন্তাতরতরিয়ে হাঁটে।অবসর সময় শুধুইএকলা ঘরে জীবন কাটে।
সংসারে ব্যস্ত সবাইআপন আপন কাজে।সবার সাথে দেখা মেলেক্লান্ত দিনের শেষে।
নানান ব্যাধি বাত…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম:-অন্তিম বয়সে
কলমে-শিবানী সাহা
তারিখ:-০৪/০৩/২০২১
বয়স কালে ভাবনা চিন্তা
তরতরিয়ে হাঁটে।
অবসর সময় শুধুই
একলা ঘরে জীবন কাটে।
সংসারে ব্যস্ত সবাই
আপন আপন কাজে।
সবার সাথে দেখা মেলে
ক্লান্ত দিনের শেষে।
নানান ব্যাধি বাতের ব্যথা
চলার ক্ষমতা গেছে কমে।
কদিন বাদে চলেই যাব
যা কিছু আমার সব ই ছেড়ে।