Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য ‌যাপন
বিভাগ_কবিতা
শিরোনাম _মেঘলা মনকলমে_ সুতপা ঘোষ রায়
মাঝে মাঝে ই মন খারাপ করে...একটা বিষণ্ণতা মন ছেয়ে যায়।কিন্তু কেন...কি এই বিষণ্ণতা .?অশ্রুধারা মানে না বাঁধা...এ যেন বিনা মেঘে বজ্রপাত...হঠাৎ আসে দমকা হাওয়ার মত .…

 


সৃষ্টি সাহিত্য ‌যাপন


বিভাগ_কবিতা


শিরোনাম _মেঘলা মন

কলমে_ সুতপা ঘোষ রায়


মাঝে মাঝে ই মন খারাপ করে...

একটা বিষণ্ণতা মন ছেয়ে

 যায়।

কিন্তু কেন...কি এই বিষণ্ণতা .?

অশ্রুধারা মানে না বাঁধা...

এ যেন বিনা মেঘে বজ্রপাত...

হঠাৎ আসে দমকা হাওয়ার মত ....

মেঘাচ্ছন্ন করে মনের আকাশ। 

এমন ই হয়েছিলো আজ...

শত শত চাপা ব্যথার ব্যথার গ্লানি 

জমা হয়েছিলো মনের আঙ্গিনায় ....

ফিকে লাগছিল ফাগুনের রঙ।

হঠাৎ একটা পাখি গান গেয়ে উঠলো...

বেসুরো লাগলো।

একটা ভ্রমর এসে বসলো ফুলে...

মন ছুঁলো না।

একটি অসহায় দরিদ্র মেয়ে এসে 

দাঁড়ালো সামনে...

মনে হলো বুঝলাম ওর চোখের ভাষা..

ক্ষুধাতৃষ্ণা ক্লিষ্ট এই মেয়েটিকে করলাম সহায়তা।

ওর একরাশ হাসির ঝলক 

আমার মনের আকাশ ভরিয়ে দিল আলোয় আলোয়।