Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি সাহিত্য যাপন#দৈনিক কবিতা# কলমে--সেনগুপ্ত কথামালা#শিরোনাম--"আঁধার নেশা"
নদীর পাড়ে সাঁঝ নেমেছে রসুল মাঝি নাও ভিড়ায়হ্যারিকেনের তেল ফুরালো, আঁধারে দিশা হারায়আনমনে আমিনারে ডাক দেয়ও --ও-- ও---আমিনা তামুক নিয়ে আয়জলে ভাস…

 


#সৃষ্টি সাহিত্য যাপন

#দৈনিক কবিতা

# কলমে--সেনগুপ্ত কথামালা

#শিরোনাম--"আঁধার নেশা"


নদীর পাড়ে সাঁঝ নেমেছে রসুল মাঝি নাও ভিড়ায়

হ্যারিকেনের তেল ফুরালো, আঁধারে দিশা হারায়

আনমনে আমিনারে ডাক দেয়

ও --ও-- ও---আমিনা তামুক নিয়ে আয়

জলে ভাসতে থাকে প্রতিধ্বনি আয়-- য় -–-য়


আমিনা বিবি বিষম খেল !!!!

গোয়াল ঘরের সাঁঝাল সরা চুরমার।

ভাঙা দরজার আগল খুলে ছুট

হুলোটা পায়ের কাছে  আদর খোঁজে

আমিনা বিবি শিহরণে চঞ্চল

হোঁচট খেয়ে থমকে দাঁড়ায়।


রসুল মাঝি চিক্কুর পাড়ে

হেইইইই--সেলিম ভাই---নাও ভিড়াইছ নি?

আমি আঁধারে হারাই----গেছি গা আ -আ- আ

আলো আর আগুন দাও দিনি।

বাতাসে ভেসে আসে - - - -      হ অঃ আইতাছি।


শব্দগুলো ভেঙে চুরে দুমড়ে অবিকল আমিনা বিবির  ছবি।

জলের ছলাৎ- ছলাৎ  যেন তার পদশব্দ

অন্ধকার রসুল মাঝিকে আদর করে।

তামুক ছাড়াই আঁধার নেশায় বুঁদ হয়েছে

রসুল মাঝির অন্তর -বাহির।