Page Nav

HIDE

Post/Page

May 21, 2025

Weather Location

Breaking News:

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনসুমিতা ভট্টাচার্য্যমা১৭/৩/২১
মাতৃস্নেহ  অতলান্ত অতল অপার,নাহি কোন সীমা রেখা অথৈ পারাবার।অটুট বন্ধন এযে  মাধুর্য অতল,শর্ত হীন , দাবি, হীন সদাই ব্যাকুল।মাতৃ স্নেহের পরিমাপ করা অর্থ হীননিরাপদ আশ্রয় এক সদা অমলিন।মধ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

সুমিতা ভট্টাচার্য্য

মা

১৭/৩/২১


মাতৃস্নেহ  অতলান্ত অতল অপার,

নাহি কোন সীমা রেখা অথৈ পারাবার।

অটুট বন্ধন এযে  মাধুর্য অতল,

শর্ত হীন , দাবি, হীন সদাই ব্যাকুল।

মাতৃ স্নেহের পরিমাপ করা অর্থ হীন

নিরাপদ আশ্রয় এক সদা অমলিন।

মধুর মায়ের হাসি চন্দ্রিমার আলো

ঘুচায় আঁধার যত করে সব ভালো।


সন্তানের ভালোর জন্য সব সহ্য করে

প্রয়োজনে স্নেহ দেন, আবার কঠিন হতেও পারে।

মায়ের স্নেহের ছায়া থেকে দূরে গেলে ও সরে

মায়ের আশীর্বাদ থাকে সদাই মাথায় পরে।


মায়ের মতো আপনার জন খুঁজে পাওয়া ভার।

মহত্তম বাৎসল্য রাশি করুনার আধার।


মাকে দুঃখ দিয়ে কোনো কার্য হয়না সিদ্ধি

মায়ের আশীষ থাকলে বাড়ে সুখ ও সমৃদ্ধি


যত ব্যাথা যত কষ্ট সবই সহ্য করা যায়

যদি তুমি থাকো মায়ের অঞ্চল ছায়ায়


স্বর্গের থেকেও দামী মায়ের স্নেহের ছায়া

জননী  প্রনমি  পদে তুমি ই মহামায়া।