Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন#কবিতা_স্মৃতিপটে_তিলোত্তমা_কলকাতা। #কলমে_শান্তি_দাস#তারিখ_০৫_০৩_২০২১ইং
স্মৃতিতে কিছু মন ভরা স্মৃতি সাড়া জাগে মনে, কত পরিবর্তন কত ভাঙ্গে গড়ে এই শহরের সনে। সব কিছু নিয়েই তিলোত্তমা নগরী বেঁচে আছে আবহমান, আমার স…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন

#কবিতা_স্মৃতিপটে_তিলোত্তমা_কলকাতা। 

#কলমে_শান্তি_দাস

#তারিখ_০৫_০৩_২০২১ইং


স্মৃতিতে কিছু মন ভরা স্মৃতি সাড়া জাগে মনে, 

কত পরিবর্তন কত ভাঙ্গে গড়ে এই শহরের সনে। 

সব কিছু নিয়েই তিলোত্তমা নগরী বেঁচে আছে আবহমান, 

আমার স্মৃতিপটে ও আনন্দ নগরী কলকাতা বহমান। 


কত টুকরো স্মৃতি আমার মনে এই মহানগরী ঘিরে, 

ইউনিভার্সিটি পড়ার সময়ের এই কলকাতা আসে ফিরে ফিরে। 

কলকাতার স্মৃতি জড়িয়ে আছে ভালো লাগার মুগ্ধতা, 

দিনের কলকাতা আর রাতের তার মধ্যে কত ভিন্নতা। 


এক অদ্ভুদ স্মৃতি মায়াবী নগর মানুষের সুখ দুঃখ হাসি কান্নায় আগলে রাখা, 

কলকাতার রাস্তায় চলতে চলতে অনুভব করেছি আজও মনে থাকা। 

বন্ধুদের সাথে বেলুর মঠ যাওয়া গঙ্গার পাড়ে বসে আড্ডার মজা, 

কলেজ স্ট্রীটের বইয়ের গন্ধ, ফুটপাতে দাঁড়িয়ে ফুসকা খাওয়া যেন আমরাই রাজা। 


ইট পাথরের গড়া বিরাট শহর প্রাণহীন শহরের প্রাণ, 

তিলোত্তমা শহর কলকাতা এই শহর বেঁচে থাকুক গাইবো জয়গান। 

তিল তিল করে গড়ে উঠা এই শহর সৌন্দর্যে তিলোত্তমা, 

বিশ্বকর্মা যেন সুনিপুণ ভাবে সাজিয়ে তুলেছেন এই শহর রমরমা। 


আজ ও স্মৃতিপটে এই সুন্দরী মহানগরীর কত দৃশ্য নবরূপে সৃষ্টি, 

এই শহর তিল তিল করে গড়ে তোলা অপরূপা ঐতিহ্যের কৃষ্টি।

কবে ফিরবে তিলোত্তমা সেই পুরনো গন্ধে ছন্দে, 

তোমাতে আমাতে দেখা হবে ফের আগের ভালোমন্দে।