Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক প্রতিযোগিতাঅবতারকবি ফটিক ঘোষ06/03/21
তুমি হরি রূপ ধরি এসো ধরাধামে,ধরাবাসি মুখে হাসি বাঁচে তব নামে ।ধরা যবে পাপী সবে লণ্ডভণ্ড করেএসো তুমি ভব চুমি নানা রূপ ধরে ।
তুমি বিধি দয়া নিধি হও অবতার,পাপী জনে শুদ্ধ মনে করো পারাপার ।দস্যু…

 


দৈনিক প্রতিযোগিতা

অবতার

কবি ফটিক ঘোষ

06/03/21


তুমি হরি রূপ ধরি এসো ধরাধামে,

ধরাবাসি মুখে হাসি বাঁচে তব নামে ।

ধরা যবে পাপী সবে লণ্ডভণ্ড করে

এসো তুমি ভব চুমি নানা রূপ ধরে ।


তুমি বিধি দয়া নিধি হও অবতার,

পাপী জনে শুদ্ধ মনে করো পারাপার ।

দস্যু দলে নানা ছলে নিপীড়ণ করে,

নিঃস্ব জনে নিপীড়ণে জ্বালা সয়ে মরে ।


উদ্ধারিতে ধরনীতে দেবদূত তুমি,

তব স্পর্শে বাঁচি হর্ষে ধন্য বিশ্বভূমি ।

জরা রোগ কষ্ট ভোগ মিলে সবে শান্তি,

মিষ্টি বাণী পূণ্য মানি কাটে যতো ভ্রান্তি ।


তব নামে ধরাধামে স্বর্গ নেমে আসে,

হিংসা দ্বেষ করে শেষ সুখ বানে ভাসে ।

পাপে আজ করে রাজ দেখি ধরাতলে,

নানা রোগে সবে ভোগে পাপ কর্ম ফলে ।


এসো ঈশ নাশো বিষ অবতার রূপে,

মোরা সবে আছি ভবে দস্যি দানা কুপে ।

রক্ষা করো অসি ধরো শান্তি আনো ভবে,

ডাকি প্রভু কষ্ট তবু সাড়া দাও তবে ।