সৃষ্টি সাহিত্য যাপন।
শিরোনাম - বসন্তের আগমনকলমে-টিঙ্কু ঘোষ (মিষ্টি) তারিখ - ৪/৩/২০২১ বসন্ত তুই আসবি বলে বসেছিলাম রে তোর দ্বারে ।যখন তুই এলি আবির রঙে ঐ তুলির টানে,মন মাতিয়ে রঙিন বাঁশির সুরে, বসন্তের পলাশফুলে মন রাঙিয়ে দিলি।ভেবেছি…
সৃষ্টি সাহিত্য যাপন।
শিরোনাম - বসন্তের আগমন
কলমে-টিঙ্কু ঘোষ (মিষ্টি)
তারিখ - ৪/৩/২০২১
বসন্ত তুই আসবি বলে বসেছিলাম রে তোর দ্বারে ।
যখন তুই এলি আবির রঙে ঐ তুলির টানে,
মন মাতিয়ে রঙিন বাঁশির সুরে,
বসন্তের পলাশফুলে মন রাঙিয়ে দিলি।
ভেবেছিলাম খোঁপাই তোকে রাখবো ধরে - - -
দিলি তুই সিঁথির সিঁদুর লাল করে।
বসন্ত তুই এলি যখন রক্তিম আভা ছড়িয়ে।
নিজেকে লুকিয়ে রেখে পারলি না রে
পলাশফুলে রাঙিয়ে দিতে।
গাছে গাছে নতুন পাতা বসে আছে নতুন সাজে,
নতুন রুপে লেগেছে আজ বসন্তের আগুন,
তাই তো আজ মন জুড়ে বসন্তের ফাগুন ।
🤜🤛❤️❤️মিষ্টি ❤️❤️🤜🤛©️