সৃষ্টি সাহিত্য যাপন বিভাগ -------------- কবিতা কবিতার নাম ------- বিবেক কলমে ------------- তরু তালুকদার তারিখ ------------- ০৩/০৩/২০২১
বিবেকের কাছে প্রশ্ন করি --"তুমি এখন কোথায় ? " বিবেক আমায় উত্তর দেয় --&q…
সৃষ্টি সাহিত্য যাপন
বিভাগ -------------- কবিতা
কবিতার নাম ------- বিবেক
কলমে ------------- তরু তালুকদার
তারিখ ------------- ০৩/০৩/২০২১
বিবেকের কাছে প্রশ্ন করি --
"তুমি এখন কোথায় ? "
বিবেক আমায় উত্তর দেয় --
"থাকি আমি যেথায় "।
"কোথায় তোমায় পাবো খুঁজে
বলবে কি আমায় ভাই ? "
"মানুষের মাঝে পাবে আমায়
অমানুষের কাছে নাই ।
এখন আমায় পাবেনা খুঁজে
দূরে থাকছি রে ভাই ,
কোটি কোটি লোকের মাঝে
'মানুষ ' খুঁজে বেড়াই।
এতো লোকের মাঝে যদি
একটা ' মানুষ ' পাই,
আমি বিবেক যাবো কাছে
তার বুকে নিবো ঠাঁই । "