সৃষ্টি সাহিত্য যাপনকবিতাকলমে,কৃষ্ণা গুহশিরোনাম ,আলো ।28,03,2021
আজ বসন্তে আবীরে গুলালে,সূর্য্য ওঠার ভোরেআদুর গায়ে ভেসে বেড়ায়ছোট্ট ছোট্ট বনলতা।পলাশ শিমুলে আহঃ কি মিষ্টি সুবাসে ভরে উঠেছে দিক বিদিক!!লাল হলুদে রাঙানো পথমাঝে মাঝেই মন জ…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা
কলমে,কৃষ্ণা গুহ
শিরোনাম ,আলো ।
28,03,2021
আজ বসন্তে আবীরে গুলালে,
সূর্য্য ওঠার ভোরে
আদুর গায়ে ভেসে বেড়ায়
ছোট্ট ছোট্ট বনলতা।
পলাশ শিমুলে
আহঃ কি মিষ্টি সুবাসে ভরে উঠেছে দিক বিদিক!!
লাল হলুদে রাঙানো পথ
মাঝে মাঝেই মন জুড়ানো আলো !!
ক্লান্তি হয় দূর।
কে গো তুমি উজ্জ্বল দীপ্তিমান?
দাঁড়ালে এসে গৈরিক বেশে!!
নুড়ি পাথর করেছো জড়ো
কুঁড়িয়ে এনেছো সাথে!!
জড়ত্ব শরীরে দিলে চেতনা,জ্বললো আগুন,
ভোরের আকাশে সহস্র দীপশিখা।
করজোড়ে নতজানু ভেতরে বেদী তলে
প্রনামের প্রতীক্ষায়।