Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

♦সৃষ্টি সাহিত্য যাপনকবিতা -আশ্রয় জীবনের জটিল ধাঁধা মেলানোয় আজ নেই সুখ।যেদিকেই তাকাই দেখি অদ্ভুত কিছু জ্যামিতিক মুখ !দৈর্ঘ্য প্রস্হের ঘেরাটোপে বেহিসেবী জীবন আজ জব্দ।হারিয়ে ফেলে পথ জীবন নদী আজ নির্বাক নিস্তব্ধ !আকাশের সামিয়ানায়লক্…



 ♦সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা -আশ্রয় 

জীবনের জটিল ধাঁধা মেলানোয় আজ নেই সুখ।যেদিকেই তাকাই দেখি অদ্ভুত কিছু 

জ্যামিতিক মুখ !

দৈর্ঘ্য প্রস্হের ঘেরাটোপে বেহিসেবী জীবন 

আজ জব্দ।

হারিয়ে ফেলে পথ জীবন নদী আজ 

নির্বাক নিস্তব্ধ !

আকাশের সামিয়ানায়লক্ষ কোটি তারা 

সাজিয়ে রাখা,

তবুও  জীবন-আবর্তে ঘুরে মরা

আজ ও একা।

রূপকথায় খুঁজে ফেরা চাঁদ,পূর্ণগ্রাস 

আজ বিলীন।

সোঁদামাটির গন্ধ মেখে মন ছুটছে

পথ অন্তহীন।

কিছু  পিছুটান তবু থাকেই আমরণ

 এভাবেই।

নতুন করে ফিরে আসি কাছে 

সেভাবেই।

ফিরে আসা যদি সরল রেখার মত

সোজা হয় !

বিন্দু  হয়ে আজীবন  আমি দিয়ে যাব 

আশ্রয়।

@ছবি সিনহা বসু