Page Nav

HIDE

Post/Page

May 25, 2025

Weather Location

Breaking News:

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিভাগ-কবিতাশিরোনাম-তুমি আসবে বলেকলমে-শুভা রায়তারিখ-৩১/০৩/২০২১
তুমি আসবে বলে কুয়াশা সরিয়ে রোদ্দুর দিল উঁকি,তুমি আসবে বলে ঝরেনি পাতারানিয়েছে দারুন ঝুঁকি।
তুমি আসবে বলে শিশির বরষেধরিত্রী দিশাহারাতুমি আসবে বলে অকাল বসন্তেমন যে পাগল…

 


বিভাগ-কবিতা

শিরোনাম-তুমি আসবে বলে

কলমে-শুভা রায়

তারিখ-৩১/০৩/২০২১


তুমি আসবে বলে কুয়াশা সরিয়ে 

রোদ্দুর দিল উঁকি,

তুমি আসবে বলে ঝরেনি পাতারা

নিয়েছে দারুন ঝুঁকি।


তুমি আসবে বলে শিশির বরষে

ধরিত্রী দিশাহারা

তুমি আসবে বলে অকাল বসন্তে

মন যে পাগলপারা


তুমি আসবে বলে দিবাকর আজ

ভুলেছিলো যেতে অস্ত,

অপেক্ষার বাঁধ ভেঙে তাই

গোধূলি হলো ব্যস্ত।


তুমি আসবে বলে রামধনুর

সাত টি রঙই স্পষ্ট,

তুমি আসবে বলে শান্ত নদীটি

ভুলেছে নিজের কষ্ট।


তুমি আসবে বলে চাঁদের প্রেয়সী

রাতকে করেছে দিন,

তুমি আসবে বলে বাজলো মনে

নবীন প্রেমের বিন।


তুমি আসবে বলেই আমরা সবাই

সাজিয়েছি ঘর বাড়ি

তুমি আসবে বলেই আশায় আছি

কেটে যাবে মহামারী।।