Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতাঃ ৩১-০৩-২০২১শিরোনাম ঃ ডুবুরির মন ৷সৃজনে ঃ গোপেশ রায় ৷
নদীতো নদীতেই থাকে ডুবুরির মনস্রোতে বয়ে যায় কিছু চাঁপার ফুল কামিনী কাঞ্চনও দেখি ভাসে জলেহৃদয় মথিত হলে অনুক্ষণ ভেজে চুল ৷
বলো ধ্রুবতারা চেনা মেয়ে তুমি কিছু কী পেয়েছ কপোতি হৃ…



 কবিতাঃ ৩১-০৩-২০২১

শিরোনাম ঃ ডুবুরির মন ৷

সৃজনে ঃ গোপেশ রায় ৷


নদীতো নদীতেই থাকে ডুবুরির মন

স্রোতে বয়ে যায় কিছু চাঁপার ফুল 

কামিনী কাঞ্চনও দেখি ভাসে জলে

হৃদয় মথিত হলে অনুক্ষণ ভেজে চুল ৷


বলো ধ্রুবতারা চেনা মেয়ে তুমি 

কিছু কী পেয়েছ কপোতি হৃদয় ধন

বেঁধেছ  ঘাটে রত্নে ভরা নৌকাখানি

জেনেছি পার হতে হবে পটভূমি মন ৷


জোয়ার ভাটার খেলায় আছো মেতে

সমগ্র চর জুড়ে দেখি জল খেলা যাও

অভিন্ন হৃদয় কেন কেন খোঁজ সরাদিন 

চলে যেতে পারি  তখনই যদি ডাক দাও !


©গোপেশ রায় ৷ মেদিনীপুর ৷ প.ব৷ ভারতবর্ষ ৷ 

৩১/০৩/২০২১|