বিভাগ-- কবিতাঅক্ষর সোপান রীতি কাব্যে দুটি কবিতা০৩/০৩/২০২১মনোরঞ্জন আচার্য্য
শিরোনামঃ- উত্থান পতন
উত্থান হয়, পতনের জন্য উত্থান ও পতন জীবনের এক অঙ্গসানন্দে সব করি জয়, হলুদ পাতারা ঝরে সবুজপাতা জাগে গাছেরা ত…
বিভাগ-- কবিতা
অক্ষর সোপান রীতি কাব্যে দুটি কবিতা
০৩/০৩/২০২১
মনোরঞ্জন আচার্য্য
শিরোনামঃ- উত্থান পতন
উত্থান হয়,
পতনের জন্য
উত্থান ও পতন
জীবনের এক অঙ্গ
সানন্দে সব করি জয়,
হলুদ পাতারা ঝরে
সবুজপাতা জাগে
গাছেরা তখনি
বড় তো হয়।
শিরোনামঃ- ভুল ইতিহাস
আশাকে রাখি,
বুকের ভেতর
হিংসা বিদ্বেষ ভুলে
বিচার হোক নিজের
সবার ভালোবাসা মাখি,
হাতটা দিই বাড়িয়ে
তবে থাকবে ঠিক
ভুল ইতিহাস
কেন যে লিখি।
(সত্ব সংরক্ষিত)