#সৃষ্টি -সাহিত্য- যাপনকবিতা - ফাগুনের টানেকলমে-নূপুর রায়তারিখ- ১৬/০৩/২১
ঘর ছেড়ে আজ হয়েছি বাহিরফাগুন তোমার সাথে,পাতার ফাঁকে লুকিয়ে থেকেভোরের কোকিল ডাকে।
মনের মাঝে জ্বলছে আগুনশিমূল, পলাশের বনেআজ কৃষ্ণচূড়া রঙ মেখেছেঋতুরাজের সনে।
পুরানো…
#সৃষ্টি -সাহিত্য- যাপন
কবিতা - ফাগুনের টানে
কলমে-নূপুর রায়
তারিখ- ১৬/০৩/২১
ঘর ছেড়ে আজ হয়েছি বাহির
ফাগুন তোমার সাথে,
পাতার ফাঁকে লুকিয়ে থেকে
ভোরের কোকিল ডাকে।
মনের মাঝে জ্বলছে আগুন
শিমূল, পলাশের বনে
আজ কৃষ্ণচূড়া রঙ মেখেছে
ঋতুরাজের সনে।
পুরানো প্রেম জাগছে মনে
অলি ছোটে আম্রবনে,
নদীর ঢেউয়ে জোয়ার আনে
রবিঠাকুরের বাউল গানে।
ফাগুন মনে জ্বালায় আলো
সব কিছুই লাগে ভালো
দূর করে দাও সকল কালো
নতুন করে বাঁচাই ভালো।