Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নির্বাচনী প্রচারে মহিষাদলে দেব

রাজ‍্যে আসন্ন বিধানসভা নির্বাচন।পূর্ব মেদিনীপুর জেলার ১৬ টি বিধানসভা কেন্দ্রের মধ‍্যে ২৭ শে মার্চ প্রথম দফায় ভোট হবে সাতটি বিধানসভা কেন্দ্রে।বাকী নয়টি কেন্দ্রে আগামী পহলা মে ভোট হবে দ্বিতীয় দফায়।তমলুক লোকসভার অন্তগর্ত মহিষাদল বিধ…

 



রাজ‍্যে আসন্ন বিধানসভা নির্বাচন।পূর্ব মেদিনীপুর জেলার ১৬ টি বিধানসভা কেন্দ্রের মধ‍্যে ২৭ শে মার্চ প্রথম দফায় ভোট হবে সাতটি বিধানসভা কেন্দ্রে।বাকী নয়টি কেন্দ্রে আগামী পহলা মে ভোট হবে দ্বিতীয় দফায়।তমলুক লোকসভার অন্তগর্ত মহিষাদল বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তিলক কুমার চক্রবর্তীর সমর্থনে আজ নির্বাচনী প্রচারে আসছেন অভিনেতা তথা ঘাটালের সাংসদ দীপক অধিকারী(দেব)।দীর্ঘ এক দশক ধরে মহিষাদলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন ডাঃ সুদর্শন ঘোষ দস্তিদার।এলাকার মানুষের দাবি ছিল এবারের নির্বাচনে মহিষাদলের মানুষ ভূমিপুত্র কে দেখতে চায়।কারন,গত ২০১১ ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে শাসকদলের যিনি প্রার্থী ছিলেন তিনি বহিরাগত এবং কলকাতার ভোটার।তাই এলাকার মানুষের কথা মেনেই মা মাটি মানুষের সরকার তথা তৃনমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এবারে প্রার্থী করেছেন স্থানীয় ভূমিপুত্র তিলক কুমার চক্রবর্তীকে।তিনি মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ছিলেন।কলেজে ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন।দীর্ঘ দিন ধরে মহিষাদল পঞ্চায়েত সমিতির দ্বায়িত্ব সামলেছেন।এই প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়ছেন।আজ মহিষাদল বিধানসভা এলাকার তৃনমূল প্রার্থীর সর্মথনে মহিষাদল রাজবাড়ী থেকে শুরু হবে দেবের রোড র‍্যালি।শেষ হবে মহিষাদল শহীদ স্তম্ভের কাছে।এবং সেখানেই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।এমটাই মহিষাদল ব্লক তৃণমূল সূত্রে জানা গিয়েছে।তারকা সাংসদ দেব আসছেন ফলে উৎসবের মেজাজে রয়েছেন মহিষাদল বিধানসভা এলাকার মানুষ।সেজন্য গোটা এলাকা জুড়ে বাড়তি নিরাপত্তা বলয়ে ঘিরে রেখেছে জেলা পুলিশ প্রশাসন।চলছে বিভিন্ন মোড়ে মোড়ে নাকা চেকিং।সব মিলিয়ে বিধানসভা ভোটের মুখে সরগরম রাজ‍্য রাজনীতি।এখন দেখার বিষয় আগামী ২ রা মে নবান্নে নৌকার হাল কে ধরে।