দৈনিক কবিতা প্রতিযোগিতা শিরোনাম : গরমিল মনেকবি : অশোক কুমার পাইকতারিখ : 12/03/2021
কথার সাথে মিল থাকে নাকাজের কথা পরে,সমাজ জুড়ে মানুষ দেখিছোটে মিথ্যা ঝড়ে l
বেঠিক পথে ফন্দি নিয়েভাবছে সদা মনে,লোভের আশা পূরণ হবেনিজের তরে ক্ষণে l
কথা পা…
দৈনিক কবিতা প্রতিযোগিতা
শিরোনাম : গরমিল মনে
কবি : অশোক কুমার পাইক
তারিখ : 12/03/2021
কথার সাথে মিল থাকে না
কাজের কথা পরে,
সমাজ জুড়ে মানুষ দেখি
ছোটে মিথ্যা ঝড়ে l
বেঠিক পথে ফন্দি নিয়ে
ভাবছে সদা মনে,
লোভের আশা পূরণ হবে
নিজের তরে ক্ষণে l
কথা পাল্টে আরেক কথা
সদাই থাকে মুখে,
আসল কথা বলতে গেলে
ভয়'টি লাগে বুকে l
পাপের বোঝা বহন করে
নিজের করে ক্ষতি,
কথা কাজের ধরণ দেখি
অন্য মতি গতি l
কবেই তারা শুধরে যাবে
সমাজ হবে ভালো,
তাদের গায়ে মুছবে কবে
যতই আছে কালো ?