সৃষ্টি সাহিত্য যাপনশিরোণাম:#গুরু_বাণীকলমে: নিতাই মৃধাতাং:১৭/০৩/২১.
গুরু বলেছেন, এ-জীবন মনসকল-ই সঁপিয়া দাও,বিনা লগ্নিতে ফেরাতে কপাল জনসেবা করে যাও!
দেশের সম্পদ তোমার- সম্পদনিজের করিয়া ভাবা,ঘুচিবে অভাব জুটিবে কাবাব,করিলে স্বদেশ সেব…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোণাম:#গুরু_বাণী
কলমে: নিতাই মৃধা
তাং:১৭/০৩/২১.
গুরু বলেছেন, এ-জীবন মন
সকল-ই সঁপিয়া দাও,
বিনা লগ্নিতে ফেরাতে কপাল
জনসেবা করে যাও!
দেশের সম্পদ তোমার- সম্পদ
নিজের করিয়া ভাবা,
ঘুচিবে অভাব জুটিবে কাবাব,
করিলে স্বদেশ সেবা।
নিন্দুকেরা বলিছে বলুক
নেই কিছু তাতে ভয়,
দল ঠিক রাখ, গলা বাজিতেই
তোমার- হইবে জয়।
দিলে আশ্বাস,করে বিশ্বাস
ভোট যবে কাছে আসে,
সবই কপাল, জনতা গোপাল
ধোঁকা খেতে ভালোবাসে।
যে যত ভন্ড ধড়িবাজ আজ
সে যে ততো বলবান,
তার-ই পায়ে মাথা ঠুকে সবে,
মানে তাকে ভগবান ।