Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম--কবি এবং ফেসবুককলমে--নীতা কবি17/3/2021
ফেসবুকের দৌলতে আমি কবি হলাম ভাইখাই-দাই, গান গাই, আর তো চিন্তা নাইযাই দেখি তাই লিখি, ভালো কিংবা মন্দসত‍্যি কবি হলাম কিনা মনে জাগে দ্বন্দ্ব।
সরস্বতীর চরণ ধরে লিখি কবিত…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম--কবি এবং ফেসবুক

কলমে--নীতা কবি

17/3/2021


ফেসবুকের দৌলতে আমি কবি হলাম ভাই

খাই-দাই, গান গাই, আর তো চিন্তা নাই

যাই দেখি তাই লিখি, ভালো কিংবা মন্দ

সত‍্যি কবি হলাম কিনা মনে জাগে দ্বন্দ্ব।


সরস্বতীর চরণ ধরে লিখি কবিতাগুলি

আমি লিখি না, মা'ই লেখেন, মুখে শুধু বলি

সাধুবাদ, সমালোচনা অনেক শুনতে হয়

গালিগালাজ, নিন্দা-মন্দ তাও তো পিঠে সয়।


কারোর আবার গাত্রদাহ, কারোর চক্ষুশূল

কবিতা লেখা মহান কর্ম ,আমার কিই বা ভুল?

পরনিন্দা, পরচর্চা করার চেয়ে ভালো

বাংলা সাহিত‍্যকে যদি কিছু দিতে পারি আলো।


মহান মহান সাহিত‍্য-দল আছে যে ফেসবুকে

ঋতুর-ভেদে কবিতা চায়, মরি মনের দুখে

সম্মাননা পাওয়ার লোভে করি সাহিত‍্য চর্চা

পয়সা বিনা হয় না কিছু, করো কিছু খরচা।


নানা-মুনির নানা কথা, সে যে বিরাট কড়চা

সহ‍্য করলে থাকবে টিকে, নাহলে তুই ঘর যা

ও হে মশাই , নতুন কবি নতুন কিছু লেখো

রবীন্দ্রনাথ, নজরুলকে ছাড়তে এবার শেখো।


মুখবই আর সোস‍্যাল সাইট আধুনিকতার যন্ত্র

কবিতাও যে আধুনিক হবে, শেখো তারই মন্ত্র

ছন্দ ছাড়াও চলবে রে ভাই, গদ‍্য হলেও চলবে

দুর্বোধ্য যতই হবে, ততই দামী বলবে।


গদ্য লিখলেও কবিতা হয়, এটা কেমন কথা

মাথা-মোটা আমরা যে ভাই, বুঝি না ছাতা-মাথা।


সরস্বতীর চরণ ধরে এই কথাটাই জানি

ফেসবুকেরই দয়ায় আমি কবি হলাম, মানি।


Copyright@nitakabi

3/3/2021