সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ#কবিতাশিরোনাম : কুহককলমে ✍সোমনাথ চ্যাটার্জী৩১-০৩-২০২১-------------------আর কত মিথ্যে বলতে পারো তুমি ?ভূগর্ভের কত স্তর নীচে থেকেউঠে আসে তোমার মিথ্যার কথামালা,সত্যিই কি তোমার কানেবর্নপরিচয়ের সেই বাক্যটি প…
সৃষ্টি সাহিত্য যাপন
বিভাগ#কবিতা
শিরোনাম : কুহক
কলমে ✍সোমনাথ চ্যাটার্জী
৩১-০৩-২০২১
-------------------
আর কত মিথ্যে বলতে পারো তুমি ?
ভূগর্ভের কত স্তর নীচে থেকে
উঠে আসে তোমার মিথ্যার কথামালা,
সত্যিই কি তোমার কানে
বর্নপরিচয়ের সেই বাক্যটি পথভ্রষ্ট হয়ে
একবারের জন্য ভেসে আসেনি -
'সদা সত্য কথা বলিবে' ,
তুমি হয়তো বলতে পারো -
সত্য ? সে তো সদা বলবে,
তুমি তো সদা নও,
কি মোলায়েম মসৃন পথে
তারা উঠে আসে গলগল করে,
তোমার জিভ এতটুকু কাঁপেনা,
আদালতে যে সাক্ষী
মিথ্যা বলে মুখ খোলে -
'যাহা বলিব সত্য বলিব' -
সে তো বলে পেটের তাগিদে
তার কাছে জীবন সত্য,
আর তুমি -
মিথ্যার ফুল ফোটাও বাগিচা জুড়ে,
প্রেমহীন , হৃৎপিন্ডহীন,
শুধু কাগজের রঙবাহারি ফুল,
গন্ধ নেই তাতে,
তবু এক তুমুল বিশ্বাস
জোর করে করিয়েছো আমায়,
এই প্রখর সূর্যালোকে তাই আমি
আঁধার খুঁজে পাই,
পূর্ণিমা রাতে দেখি তোমার পাঁশুটে মুখে
শুধু মিথ্যার মায়াজাল,
হাড়হাভাতে আমি -
জানি ওটাই একমাত্র নির্ভেজাল সত্য,
যাক, তবু এক সত্যের ছোঁয়া পাই,
উন্মুক্ত নয়ন, তবু গাঢ় মিথ্যানিদ্রা যাই।।
©সোমনাথ চ্যাটার্জী
৩১-০৩-২০২১