সৃষ্টি সাহিত্য যাপন শিরোনামঃ-#হতাম_যদি_একটি_পাখি।✒️বরুণ কুমার দে ।
হতাম যদি একটি পাখি, থাকতাম আকাশ পানে। যখন তখন উড়ে বেড়াতাম, মধুর গানে গানে।।
ইচ্ছে আমার হতাম যদি ম…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনামঃ-#হতাম_যদি_একটি_পাখি।
✒️বরুণ কুমার দে ।
হতাম যদি একটি পাখি,
থাকতাম আকাশ পানে।
যখন তখন উড়ে বেড়াতাম,
মধুর গানে গানে।।
ইচ্ছে আমার হতাম যদি
মুক্ত বনের পাখি।
কিচির মিচির করে আমার
খুলবে তন্দ্রা আঁখি।।
মুক্ত হয়ে আকাশ পানে
বসতাম গাছের ডালে।
দূর অজানায় ছুটে যেতাম
ডানা দুটি মেলে।।
সকাল হলে যেতাম উড়ে,
ফিরতাম গোধুলি বেলায়।
মনটা আমার জুড়িয়ে যেতো
আপন গাছের বাসায়।।
নেই জাতপাত লিঙ্গভেদ,
থাকতো না কোনো বিদ্বেষ।
ভাবতাম আমি মনে মনে,
এই তো আমি পাখি বেশ!!