Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলায় সর্বদলীয় বৈঠক

শাসকদল তৃণমূল কংগ্রেস, বিজেপি, বামফ্রন্ট সহ রাজনৈতিক দলের ঘরছাড়া কর্মীদের ঘরে ফেরাতে আবেদন জানালেন পূর্ব মেদিনীপুর জেলায় সর্বদলীয় বৈঠক। নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে।২৭শে মার্চ প্রথম দফায় পূর্ব মেদিনীপুরের কা…

 


শাসকদল তৃণমূল কংগ্রেস, বিজেপি, বামফ্রন্ট সহ রাজনৈতিক দলের ঘরছাড়া কর্মীদের ঘরে ফেরাতে আবেদন জানালেন পূর্ব মেদিনীপুর জেলায় সর্বদলীয় বৈঠক।

 নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে।২৭শে মার্চ প্রথম দফায় পূর্ব মেদিনীপুরের কাঁথি, এগরা দুটি মহাকুমায় সাতটি বিধানসভার ভোট হবে। দ্বিতীয় দফায় ১লাএপ্রিল তমলুক, হলদিয়া দুটি মহাকুমায় নটি বিধানসভার ভোট হবে। প্রচারে ব্যস্ত উভয় রাজনৈতিক দল। চলতি বিধানসভা নির্বাচনে যে কোনো রকম গন্ডগোল এড়াতে এবার জেলা প্রশাসনের তরফ থেকে চালু করা হলো টোল ফ্রি নম্বর। সোমবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানান পূর্ব মেদিনীপুর জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক বিভূ গোয়েল।

 নির্বাচন সংক্রান্ত কোনো রকম গন্ডগোল হলে ১৯৫০ এই নম্বরে ফোন করে জানানো যাবে। এরপরই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। করোনা পরিস্থিতিতে এই প্রথম নির্বাচনের কথা মাথায় রেখে জেলায় বেশকিছু বুথের সংখ্যা বাড়ানো হয়েছে।

 সোমবার জেলাশাসকের দপ্তরে সর্বদলীয় বৈঠক এ উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক সোমনাথ বেরা, সিপিআইএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নির্মল জানা, বিজেপি জেলা কোষাধ্যক্ষ বিজন মিত্র সহ সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা। 

এদিন জেলাশাসক বিভু গোয়েল এর কাছে সব রাজনৈতিক দল তাদের ঘরছাড়াদের ঘরে ফেরানোর দাবি জানানো হয়। ঘরছাড়াদের ঘরে ফেরানোর আশ্বাস দেন জেলা নির্বাচন আধিকারিক বিভু গোয়েল।

সাংবাদিক বৈঠকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বিভূ গোয়েলের।

বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসন তৎপর দুই দফায় ভোট গ্রহণ করার ক্ষেত্রে।

পূর্ব মেদিনীপুর জেলায় ১৬ টি বিধানসভায় দুই দফায় ভোট হবে।

আগামী ২৭শে মার্চ প্রথম দফায় পূর্ব মেদিনীপুর জেলার প্রথম পর্বে ভোট হবে পটাশপুর,কাঁথি উত্তর,

ভগবানপুর,খেজুরি,কাঁথি দক্ষিণ, রামনগর,এগরা।

১লা এপ্রিল দ্বিতীয় দফায় পূর্ব মেদিনীপুরের দ্বিতীয় দফায় ভোট হবে তমলুক,পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম,ময়না, নন্দকুমার,মহিষাদল,হলদিয়া, নন্দীগ্রাম,চন্ডিপুর।

পূর্ব মেদিনীপুর জেলায় এবারে মোট ভোটারের সংখ্যা ৩৯,৬৭,৪০৮ জন।

মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ৫৬৪৭ টি।

পূর্ব মেদিনীপুর জেলায় এবারে মহিলা ভোট কর্মীদের সংখ্যা প্রায় 20% শতাংশ।

জেলায় প্রায় ১২০০ ভোট গ্রহণ কেন্দ্র মহিলা পরিচালিত হবে। ভোট গ্রহণের সময় সকাল সাতটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত।

এবারে অতিরিক্ত একঘন্টা সময় বেশি দেওয়া হয়েছে ভোট গ্রহণের জন্য।

যারা কোভিড আক্রান্ত হবেন তারা অবশ্যই পিপি কীট পরে ভোট দেবেন।এবারে প্রত্যেক ভোটাররা হাতে দস্তানা পরে ভোট দিতে পারবেন।মুখে অবশ্যই মাস্ক পরতে হবে।করোণা বিধি মেনে এইবারে প্রথম ভোটদান পর্ব চলবে।নির্বাচন কমিশনার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পরেই পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বিভু গোয়েল সাংবাদিক সম্মেলন করে এ কথা জানালেন।