Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা ------- বৃষ্টিসিক্ত       সুর্বণা ভাদুড়ী 
বৃষ্টি তোমাকে দেইনি কত দিন আমার চোখে ডুবে থাকা আমার আপন ভুবন, আমার মিশ্রীর দানার মতো অশ্রু ফোটা। কত দিন দেইনি তোমাকে আমার কৃষ্ণচূড়ার রং অবেলায় আসা বসন্ত হৃদয় পূবালীর এক ঝাঁক হাওয়ার ম…

 


কবিতা ------- বৃষ্টিসিক্ত 

      সুর্বণা ভাদুড়ী 


বৃষ্টি তোমাকে দেইনি কত দিন 

আমার চোখে ডুবে থাকা 

আমার আপন ভুবন, 

আমার মিশ্রীর দানার মতো অশ্রু ফোটা। 

কত দিন দেইনি তোমাকে 

আমার কৃষ্ণচূড়ার রং 

অবেলায় আসা বসন্ত হৃদয় 

পূবালীর এক ঝাঁক হাওয়ার মিছিল, 

ঐ দূরের পাহাড়ে চূড়ায় দাঁড়িয়ে 

আকাশের সবটুকু আলো । 

কত দিন দেইনি তোমাকে 

মিথ্যে অভিমানে ভরা একটি মুহূর্ত 

ধূসর মেঘের নীল পাড়ে সাদা 

শাড়ির দিগন্তের আঁচল, 

দেয়া হয়নি এটা রাত হাতে হাত রেখে 

রজনী শেষে ভোরের পাখি গান 

শুনিয়ে যাবে । 

বৃষ্টি তোমাকে দেইনি কত দিন 

অপেক্ষায় ভরা কিছু সময় 

দীর্ঘশ্বাসের চাপা একাকিত্বের প্রহর 

অগুনিত দিন, মাস,বছর, মুহূর্ত । 

তোমাকে দেয়া হয়নি 

 আমার কদম ফুলের একটি পাপড়ি 

নতুন পুরোনো যা কিছু আছে সব, 

আমার সমুদ্রের চঞ্চল স্রোত গুলোকে 

আর বালুকা ময় একটি নির্জন দ্বীপ । 

বৃষ্টি তোমাকে দেইনি কত দিন আমার আমি কে আর এক বুক ভালবাসা , 

বৃষ্টি কত দিন দেইনি তোমাকে --------।।