Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ায় তৃণমূল সুপ্রিমো

আজ হলদিয়ার সুতাহাটায় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন তিনি বলেন,‘বিজেপি রাজনৈতিক দল নয়,জঘন্য দল' বিজেপি শাসিত রাজ্যে দলিত মেয়েদের ওপর ধর্ষণ,অত্যাচার করা হচ্ছে।বিজেপি দলে…

 


আজ হলদিয়ার সুতাহাটায় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি বলেন,‘বিজেপি রাজনৈতিক দল নয়,জঘন্য দল' বিজেপি শাসিত রাজ্যে দলিত মেয়েদের ওপর ধর্ষণ,অত্যাচার করা হচ্ছে।বিজেপি দলের মধ্যে কোন মেয়েরা সুরক্ষিত নয়।পি.এম কেয়ার্সের নামে কোটি কোটি টাকা তুলেছে,কোনো হিসেব নেই।বিনামূল্যে রাজ্যবাসীকে টিকা দিতে চাই,মোদিজী অনুমতি দিচ্ছেন না।বাংলার মানুষ বাংলায় থাকবে,বহিরাগতদের এখানে কোন জায়গা নেই।দেশে লাগাতার কৃষক আন্দোলন চলছে।তিনটে আইন করে সব কেড়ে নিতে চাইছে।বাম আমলে আমার সারা শরীরে আঘাত করা হয়েছিল,শুধু পা টাই বাকি ছিল।সেই পা নষ্ট করতে চেয়েছিল।যাতে আমি ঘরে বসে থাকলে বিজেপির বহিরাগতরা রাজ্য ঢুকে যাবে।বিজেপির মতো বড় তোলাবাজ কোথাও নেই।আমাদের দলে যাঁরা তোলাবাজ ছিল,টাকা বাঁচাতে বিজেপিতে গেছে।আগে পূর্ব মেদিনীপুরে আসতে আমাকে অনুমতি নিতে হতো।দল থেকে আপদ গুলো বিদায় হয়েছে,বেঁচে গেছি।এবার আমি নন্দীগ্রাম-হলদিয়া ব্রিজ তৈরি করে দেব।এবার থেকে মেদিনীপুরে বারবার আসবো।দাঙ্গা না চাইলে তৃণমূলকে ভোট দিন।২৯৪ কেন্দ্রের প্রার্থী আমি। সিপিএমের হার্মাদরাও এখন বিজেপিতে গেছে।তৃণমূলের সরকার মানে উন্নয়নের সরকার। উন্নয়ন চাইলে তৃণমূলকে ভোট দিন।টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করা হবে।টাকা দিলে নিয়ে নিন,কিন্তু ভোট তৃণমূলকেই দিন’।

হলদিয়া নদীর তীরে শিল্প নগরী হলদিয়া।কোটি কোটি টাকা খরচ করে এখানে শিল্প তৈরি হচ্ছে।আগামী দিনে আরও লিল্প হবে।বেকারদের কর্মসংস্থান হবে।ষাট বছর হলে সবাই এক হাজার টাকা করে ভাতা পাবেন।ওরা ক্ষমতায় এলে সব লুট করে নেবে।ওদের একটাও ভোট দেবেন না।আগামী পহলা এপ্রিল ওদের এপ্রিল ফুল বানিয়ে দেবেন।আর আগামী ২ রা মে বিশ্বাসঘাতকতা জব্দ হয়ে যাবে।