Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ‍্যে বিধানসভা নির্বাচনের জন‍্য বন্ধ থাকবে দীঘা

দোরগোড়ায় রাজ‍্য জুড়ে বিধানসভা নির্বাচন।ইতিমধ্যেই নির্বাচন কমিশন রাজ‍্যে আট দফায় ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে।পূর্ব মেদিনীপুর জেলার ষোলোটি বিধানসভা কেন্দ্রে প্রথম ও দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে।আগামী ২৭ শে মার্চ প্রথম দফার জেলার স…

 

দোরগোড়ায় রাজ‍্য জুড়ে বিধানসভা নির্বাচন।ইতিমধ্যেই নির্বাচন কমিশন রাজ‍্যে আট দফায় ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে।পূর্ব মেদিনীপুর জেলার ষোলোটি বিধানসভা কেন্দ্রে প্রথম ও দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে।আগামী ২৭ শে মার্চ প্রথম দফার জেলার সাতটি বিধানসভা এলাকায় ভোট হবে।সেই তালিকায় রয়েছে উঃ কাঁথি,দঃ কাঁথি,পটাশপুর,ভগবানপুর,খেজুরি,এগরা,রামনগর।প্রথম দফায় ভোট দেবেন রামনগর বিধানসভার অন্তগর্ত দীঘার মানুষ।দীঘা পর্যটন কেন্দ্রে ২৭ শে মার্চ ভোটের ৪৮ ঘন্টা আগে পর্যটক আনাগোনা করতে পারবে না বলে ঘোষণা করলো নির্বাচন কমিশন।

উল্লেখ্য দীঘা,শঙ্করপুর,তাজপুর ও মান্দারমণি পর্যটন কেন্দ্রে ২৭ শে মার্চ ভোট হবে।এবং ভোটের ৪৮ ঘন্টা আগে থেকে হোটেলে কোনো পর্যটক আনাগোনা করতে পারবেন না।নির্বাচন কমিশনের ঘোষণার পরেই হোটেল ব‍্যবসায়ীদের মাথায় হাত পড়েছে।ভোটের পরের দিনই দোল উৎসব।প্রত‍্যেকবছর দোল উৎসবের প্রাককালে দীঘায় প্রচুর পর্যটকরা ভীড় জমাতেন।কিন্তু নির্বাচন কমিশনের ঘোষণা শুনেই দোলের বুকিং বাতিল করা শুরু করেছেন পর্যটকরা।এতে বিপুল ক্ষতির আশঙ্কা করছেন হোটেল মালিকরা।