Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুরের রবীন্দ্র নিলয়ে অনুষ্ঠিত হলো রঙ পলাশ.

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয়ে।বিশিষ্ট নৃত্যশিল্পী রীমা কর্মকারের নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান নৃত্যনীড় ও নিসর্গ নির্যাস এর যৌথ উদ্যোগে  বসন্ত উৎসবের দ্বিতীয় বর্ষ…


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয়ে।বিশিষ্ট নৃত্যশিল্পী রীমা কর্মকারের নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান নৃত্যনীড় ও নিসর্গ নির্যাস এর যৌথ উদ্যোগে  বসন্ত উৎসবের দ্বিতীয় বর্ষ  ‘রঙ-পলাশ’ এবং নৃত্য নীড়ের প্রথম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয়ে। বিভিন্ন আঙ্গিকের নৃত্য, আবৃত্তি, গান, কবিতার মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেওয়া হলো আয়োযোকদের পক্ষ থেকে।ছিল প্রাণী সম্পদ আধিকারিক ড: অপূর্ব চক্রবর্তীর আঁকা ছবি।


 উপস্থিত ছিলেন  সংগীত শিল্পী জয়ন্ত সাহা,  সুমন্ত সাহা, বাচিক শিল্পী অমিয় পাল , মালবিকা পাল, লেখিকা ও সমাজকর্মী রোশেনারা খান,কবি অভিনন্দন বন্দোপাধ্যায় , নাট্যব্যক্তিত্ব প্রনব চক্রবর্তী, নৃত্যশিল্পী সুতনুকা পাল , রাজনারায়ন দত্ত, শ্রাবণী দত্ত প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন অজন্তা রায়, গৌরী প্রতিহার,মোম চক্রবর্তী, মৃদুলা ভূঞ্যা,অজন্তা কর্মকার সাহা, সিদ্ধার্থ সাঁতরা,প্রসূন দে, আজহারুল পাঠান, গৌতম দেব,রিয়া সেনগুপ্ত, সুদীপ কুমার খাঁড়া,মণিকাঞ্চন রায়, নরসিংহ দাসসহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের গুনীজনদের সম্বর্ধিত করা হয়। বক্তব্য রাখেন বিদ্বজনেরা। চারাগাছের গোড়ায় জল ঢেলে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন পোষাক শিল্পী হরিপদ দে, জাকির খান, রূপসজ্জা শিল্পী মনোজ দাস। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।


 সঞ্চালক অর্ণব বেরা। এদিনের অনুষ্ঠানে নৃত্যশিল্পী রিমা কর্মকার নৃত্যের আঙ্গিকে তাঁর নৃত্য জীবনের সূচনা লগ্নের দুই নৃত্যগুরু রাজনারায়ণ দত্ত ও শ্রাবনী দত্তকে সম্মাননা জ্ঞাপন করেন। এদিনের অনুষ্ঠানে প্রয়াত জনপ্রিয় সংগীত শিল্পী হায়দার আলীর স্মৃতির উদ্দেশ্যেও বিশেষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।