Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নাকা চেকিংয়ের সময় নগদ অর্থ বাজেয়াপ্ত

নাকা চেকিংয়ের সময় নগদ অর্থ বাজেয়াপ্ত। পটাশপুর থানার দক্ষিণখাড় এলাকায়।পূর্ব মেদিনীপুর জেলায় নির্বাচন প্রথম দফায় এবং দ্বিতীয় দফায়। নির্বাচন ঘোষণার সাথে সাথেই মোড়ে মোড়ে চলছে পুলিশের নাকা তল্লাশি। ভোট পূর্বের সেই তল্লাশিতে প…

 


নাকা চেকিংয়ের সময় নগদ অর্থ বাজেয়াপ্ত। পটাশপুর থানার দক্ষিণখাড় এলাকায়।

পূর্ব মেদিনীপুর জেলায় নির্বাচন প্রথম দফায় এবং দ্বিতীয় দফায়। নির্বাচন ঘোষণার সাথে সাথেই মোড়ে মোড়ে চলছে পুলিশের নাকা তল্লাশি। ভোট পূর্বের সেই তল্লাশিতে পটাশপুর থানার দক্ষিণ খাড়ে উদ্ধার হল নগদ ৩ লক্ষ ৭০ হাজার টাকা। বৃহস্পতিবার দুপুরের ঘটনা। 

বেআইনি ভাবে ওই টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দোকানকর্মী বাবলু বর্মনের বিরুদ্ধে। ভগবানপুর এলাকার বাসিন্দা তিনি। দক্ষিণ খাড় বাসস্ট্যান্ড এলাকায় সেই সময় চলছিল নাকা তল্লাশি। পটাশপুর থানার নাকা তল্লাশির সময়ই বাবলুর ব্যাগ থেকে ওই টাকা বাজেয়াপ্ত করে। ঘটনাস্থলে এএসটি (ট্যাফিক সার্ভেল্যান্স টিম) গিয়ে তদন্ত শুরু করেছে।

 বাজেয়াপ্ত ৩ লক্ষ ৭০ হাজার টাকা নির্বাচনী ক্যাশ স্ক্রিনিং কমিটির মাধ্যমে জেলা ট্রেজারি দফতরে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন পটাশপুর ২ ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।