Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শুভেন্দু বনাম মমতা!দুই হেভিওয়েট নেতা নেত্রীর লড়াই কি হচ্ছে? প্রহর গুনছে নন্দীগ্রাম

বাংলার ভোট যুদ্ধ শুরু হচ্ছে ২৭ ই মার্চ,আর দ্বিতীয় দফায় ১লা এপ্রিল  ভোট রয়েছে নন্দীগ্রামে।নন্দীগ্রাম আবার খবরের শিরোনামে।মমতা ব্যানার্জী নন্দীগ্রাম থেকে তৃনমূলের প্রার্থী হচ্ছেন  একপ্রকার নিশ্চিত।ইতিমধ্যে নন্দীগ্রামের বিভিন্ন জায়…

 


 বাংলার ভোট যুদ্ধ শুরু হচ্ছে ২৭ ই মার্চ,আর দ্বিতীয় দফায় ১লা এপ্রিল  ভোট রয়েছে নন্দীগ্রামে।নন্দীগ্রাম আবার খবরের শিরোনামে।মমতা ব্যানার্জী নন্দীগ্রাম থেকে তৃনমূলের প্রার্থী হচ্ছেন  একপ্রকার নিশ্চিত।ইতিমধ্যে নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় মমতা ব্যানার্জীর নামে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে,নন্দীগামের তিনটি জায়গায় তৃনমূল তৈরি করছে  বিশেষ কার্যালয়।মুখ্যমন্ত্রী প্রার্থী, তাই প্রস্তুতিতেও তৃনমূল কর্মীরা তৎপর।নন্দীগ্রাম থেকে প্রার্থী হিসেবে ১১ ই মার্চ মমতা ব্যানার্জী  মনোনয়নপত্র জমা দিতে পারেন।নন্দীগ্রামের তৃনমূলের কর্মী সমর্থকরা বেশ উজ্জীবিত।


 পাশাপাশি পিছিয়ে নেই বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি নেতা কনিষ্ক পন্ডা সহ কর্মী সমর্থকরা দেওয়াল লিখন শুরু করলেও নামের জায়গাটা ফাঁকাই রয়েছে। মমতা ব্যানার্জী বিরুদ্ধে বিজেপির প্রার্থী কে?  এখন কোনো সঠিক তথ্য পাওয়া না গেলেও সূত্রে পাওয়া খবর অনুযায়ী শুভেন্দু অধিকারী নিজেই বিজেপি নেতৃত্বের কাছে  নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন।শুভেন্দুর ইচ্ছেকে বিজেপি নেতৃত্ব যদি  সায় দেয় তাহলে আসন্ন বিধানসভায় সবার চোখ থাকবে নন্দীগ্রামে।দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ের রননীতির  সাক্ষী থাকবে  নন্দীগ্রাম।