রাজ্যের প্রতিটি বুথই স্পর্শকাতর: কমিশন দেবাঞ্জন দাস।রাজ্যে সম্প্রতি আসা স্পেশাল পুলিশ অবজারভার বিবেক দুবে বলেন ২০২১ নির্বাচন আমাদের কাছে এক বড় চ্যালেঞ্জ। রাজ্যের প্রতিটি বুথ স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করেছি। গত বারের নির্বাচনে যে…
রাজ্যের প্রতিটি বুথই স্পর্শকাতর: কমিশন
দেবাঞ্জন দাস।
রাজ্যে সম্প্রতি আসা স্পেশাল পুলিশ অবজারভার বিবেক দুবে বলেন ২০২১ নির্বাচন আমাদের কাছে এক বড় চ্যালেঞ্জ। রাজ্যের প্রতিটি বুথ স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করেছি। গত বারের নির্বাচনে যে হিংসার বাতাবরণে পশ্চিমবঙ্গের ছিল এই বছর সেই হিংসার বাতাবরণ প্রায় ১০শতাংশ বেড়ে গেছে ।
কমিশন সূত্রে জানা গেছে এই সমস্ত তথ্যের পেছনে রয়েছে বিভিন্ন সূত্র এবং রাজ্যে আসা পর্যবেক্ষকরা রীতিমতন হোমওয়ার্ক করে এসেছেন তা তাদের কথায় স্পষ্ট। সূত্রের খবর বিগত লোকসভা নির্বাচনে ভুলগুলি হয়েছে তা কোন মতেই এবারের নির্বাচনে কমিশন করতে চায় না তাও জানা যায় কমিশন সূত্রে। প্রতিটি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রতি ভোটার যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন তার ব্যবস্থা নিচ্ছেন নির্বাচন কমিশন।