Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সমীক্ষা নাকি এর নাম

সমীক্ষা নাকি এর নামতরুন চট্টোপাধ্যায় । সাংবাদিকগতকাল ই এবিপি আনন্দ একটি নির্বাচনী সমীক্ষা দেখিয়েছেন।আজ সকালে একটি ফোন পেলাম ।কোন একজন বললেন আমরা সমীক্ষা করছি।কিছু প্রশ্ন করবো উওর দেবেন।বললাম আগে তো করুন।প্রথম প্রশ্ন এলো কোথায় থা…



 সমীক্ষা নাকি এর নাম

তরুন চট্টোপাধ্যায় । সাংবাদিক

গতকাল ই এবিপি আনন্দ একটি নির্বাচনী সমীক্ষা দেখিয়েছেন।আজ সকালে একটি ফোন পেলাম ।কোন একজন বললেন আমরা সমীক্ষা করছি।কিছু প্রশ্ন করবো উওর দেবেন।

বললাম আগে তো করুন।

প্রথম প্রশ্ন এলো কোথায় থাকি, কোন কেন্দ্র, হিন্দু না মুসলিম ।বয়স কত।

উওর দিলাম।তারপর সরাসরি জিজ্ঞেস করলেন উনিশের ভোটে কাকে ভোট দিয়েছেন।

বললাম বলবো না।ভোট কাকে দিয়েছি বলবো কেন।আকুতি মিনতি।কোন একটা দলের নাম বলুন।

ভাবলাম আরো একটু চলুক।দেখি কেমন সমীক্ষা ।

বললাম বামফ্রন্ট ।দলের নাম বলুন।বললাম সিপিআই এম।

পরের প্রশ্নটা হলো এবার কাকে।বললাম ভোট দেব না।

না একটা দলের নাম বলুন।নতুবা সমীক্ষা আটকে যাবে।

বললাম বিজেপি।

খুশি হলো বলে মনে হলো না।বললেন গতবার বাম দল ,এবার বিজেপি।

বললাম খবরে দেখবেন বিজেপির ভোট বাড়লে বলে বামপন্থী রা ভোট দিয়েছে।

আসলে এই হলো সমীক্ষার ছিরি।

আমি নিজেও ভোট সমীক্ষা করেছি বহুবার ।কাগজের হয়ে।পলিটিক্যাল অ্যানালিসিস করে লিখেছি ভারতবর্ষের বহূ কেন্দ্র কে নিয়ে বিভিন্ন কাগজে।

সিংহভাগ ই ঠিক হয়েছে, কারন পাঁচ সাত দিন এলাকা চষেছি।নানা ধরনের ভোটারদের সঙ্গে গল্প ছলে মনের কথা বার করার চেষ্টা করেছি।তাও সব সময় সঠিক হয়নি।

আর এরা দুটি প্রশ্ন করেই বলে দিচ্ছেন।

তাই সমীক্ষা না শুনে নিজের ভোট নিজে দিন।নিজের বুদ্ধি, বিবেক দিয়ে প্রার্থী নির্বাচন করুন।

না হলে তো আপনিই ঠকবেন।

আপনাকে ঠকাবার জন্য নানা জাল পাতছেন অনেকেই।

ধরা দিবেন না।