Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃণমূল-বিজেপি দুপক্ষই শহীদ দিবস পালন করল নন্দীগ্রামে

তৃণমূল-বিজেপি দুপক্ষই শহীদ দিবস পালন করল নন্দীগ্রামে।14ই মার্চ নন্দীগ্রাম এ শহীদ দিবস স্মরণে গোকুলনগর এ শহীদ বেদিতে মাল্যদান করেন ব্রাত্য বসু, শুভাপ্রসন্ন ভট্টাচার্য, সাংসদ দোলা সেন প্রমুখ তৃণমূল নেতারা। তার পরেই সেখানে শ্রদ্ধা জ…

 


তৃণমূল-বিজেপি দুপক্ষই শহীদ দিবস পালন করল নন্দীগ্রামে।

14ই মার্চ নন্দীগ্রাম এ শহীদ দিবস স্মরণে গোকুলনগর এ শহীদ বেদিতে মাল্যদান করেন ব্রাত্য বসু, শুভাপ্রসন্ন ভট্টাচার্য, সাংসদ দোলা সেন প্রমুখ তৃণমূল নেতারা। তার পরেই সেখানে শ্রদ্ধা জানাতে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।গোকুলনগর এর পরে ব্রাত্য বসুরা যান নন্দীগ্রাম এর ভাঙ্গাবাড়িয়া তে। ২০০৭ সালে ১৪ ই মার্চ পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আন্দোলনে শহীদ হয়েছিল ১৪ জন। তারপর থেকেই এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে নন্দীগ্রামের মানুষ। ভাঙ্গাবাড়িয়ার শহীদ মিনার এ মাল্যদান করার পরে ঢিল ছোড়া দূরত্বে সভা করেন ব্রাত্য বসু, পূর্ণেন্দু বসু, দোলা সেনরা। শহীদ মঞ্চে ছিলেন নন্দীগ্রামের শহীদ মাতা ফিরোজা বিবি। এর পরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী ও মাল্যদান করতে যান শহীদ মিনারে। কিছু পরে সেখানে পৌঁছান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মাল্যদান এর পরে বক্তব্যও রাখেন তিনি।