Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনাম : মাকে লেখা শেষ চিঠিরচনা:তুহিনা চক্রবর্তী ২৫/০৩/২০২১
মা....তুমি কি আজো দেখতে পাও আমাকেআমি তো সেই কবেই হারিয়ে ফেলেছি আমাকে।
মাঝে মাঝে দর্পণের শরীরে ডুবদিয়েখুঁজতে যাই নিজেকে।
খাতার পেছনের পাতা ছিঁড়ে কোনো  এক বৃষ্টির দিনে ছোটবে…

 


শিরোনাম : মাকে লেখা শেষ চিঠি

রচনা:তুহিনা চক্রবর্তী 

২৫/০৩/২০২১


মা....

তুমি কি আজো দেখতে পাও আমাকে

আমি তো সেই কবেই হারিয়ে ফেলেছি আমাকে।


মাঝে মাঝে দর্পণের শরীরে ডুবদিয়ে

খুঁজতে যাই নিজেকে।


খাতার পেছনের পাতা ছিঁড়ে কোনো  এক বৃষ্টির দিনে ছোটবেলা ভাসিয়ে দিয়েছি নৌকো করে। 


যৌবনের কোনো এক সন্ধ্যায় একবুক তারা চেয়েছিলাম ভালোবাসার গাঢ় নীলে, বিনিময়ে বাক্সবন্দি করেছি কিছু হলুদ যন্ত্রণা।


মা...

সে কথা তোমাকে আর বলা হলোনা।


আজ আমি চিরন্তন ঘুমে মগ্ন। 


ঢালাও সুখের ভিড়ে গোপনে গিলে খাই কিছু যন্ত্রণা।


পিঁপড়ের সংসারে ভরাট হয় মাটি। রক্তস্রোতে বয়ে যাওয়া হিম অভিমান ছুঁড়ে ফেলে, উষ্ণতার খোঁজে রোজ একবার

জেগে উঠি।


মা.....

তোমাকে পারিনি আমি বলে যেতে। 


এই বেরঙিন ব্যাস্ত শহরের অলিতে গলিতে আমি দেখেছি নগ্নতার ছাপ।

আমি দেখেছি দারিদ্র্যের বিপণিতে সস্তাদরে আবেগের বিকিকিনি।


আমি দেখেছি হিম রক্তস্রোতে লাল অভিমানের বন্যা।


 দিনশেষে প্রমাণিত হয়েছে এটাই সব শীতের পর বসন্ত আসে না মা।