Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

হ্যাঁ,ওটা তো ভালোবাসাই ছিল ;যেখানে শরীরের  এর কোন গুরুত্ব ছিল না;ছিল না কোন আয়না বা ছায়া--হ্যাঁ, ওটা তো ভালোবাসাই ছিল।যেখানে আমার হিম্মতে তোমার ভয় হারিয়ে ছিল,আর-তোমার ছেলেমানুষি, আমার কৈশোর ফিরিয়ে দিয়েছিল,হ্যাঁ,ওটা তো ভালোবাসাই ছ…

 


হ্যাঁ,ওটা তো ভালোবাসাই ছিল ;

যেখানে শরীরের  এর কোন গুরুত্ব ছিল না;

ছিল না কোন আয়না বা ছায়া--

হ্যাঁ, ওটা তো ভালোবাসাই ছিল।

যেখানে আমার হিম্মতে তোমার ভয় 

হারিয়ে ছিল,আর-

তোমার ছেলেমানুষি, আমার কৈশোর 

ফিরিয়ে দিয়েছিল,

হ্যাঁ,ওটা তো ভালোবাসাই ছিল ।

ফোনের ওপারের নিশ্চুপতা অনুভব করতাম, 

আর মুঠোফোনের বার্তার ধরন দেখে, মেজাজের হাল নিরূপণ-

হ্যাঁ, ওটা তো ভালোবাসাই ছিল।

নয় কোন ও রক্ত মাংসের জীব,কিন্তু 

এক অদৃশ্য, অমোঘ টান--

হ্যাঁ, ওটাই তো ছিল  ভালোবাসা।

চক্ষুর অন্তরালে নিষ্ঠা যাপন,

হ্যাঁ ওটাই তো সেই প্রেম ছিল।

বুঝতে না দেওয়া কত শত অনুভব,

হ্যাঁ, ওটা  তো সেই ভালোবাসা,

যা ঐশ্বরিক প্রেম বলে অভিহিত ।


কবিতা--"অন্তরালে অনুভব ""


সুকুমার দাস