Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিভাগ ---কবিতাশিরোনাম -একখন্ড খাস/(গদ্য কবিতা )ফয়জুর রহমান /১৫/৩/২০২১
একটি কবিতা ছিলো ঘুমন্ত তন্ময় একখন্ড ভূমিতে খাস নির্ণয় ।আমি যারে চিনি -আমি তারই আলোচক ,যার সাথে জীবনের লেনদেন জনতার পথেচলা এক সাথে সুখ দুঃখে দেখা হয় ।মাঝে মাঝে এ…

 


বিভাগ ---কবিতা

শিরোনাম -একখন্ড খাস/

(গদ্য কবিতা )

ফয়জুর রহমান /

১৫/৩/২০২১


একটি কবিতা ছিলো ঘুমন্ত তন্ময় 

একখন্ড ভূমিতে খাস নির্ণয় ।

আমি যারে চিনি -আমি তারই আলোচক ,

যার সাথে জীবনের লেনদেন জনতার পথে

চলা এক সাথে সুখ দুঃখে দেখা হয় ।

মাঝে মাঝে একখন্ড খাস থাকে বসবাস

অবশেষ একটি কবিতা ------।

এক চিলতে জীবনী লিখতে গিয়ে দেখছি

নিঝুম সন্ধ্যা -নিবিড় রাতের গভীরতা।


সেদিনের কথা ভুলতে পারিনি এখনো 

মনে পড়ে যৌবনে রেখেছি পা আসবে না

ফিরে শিশুকাল ভুলে গেছে পথ ।

ফিরে গেছে কুহেলিকা পূর্ণ মনোরথ 

রেখে গেছে শষ্যহীন মাঠ যতদুর দৃষ্টি যায়

অস্ত উদয় বেলা লিখে কবিতায় ।


বনবাদাড়ে সুরের গুঞ্জন নীলাকাশ থেকে

নীল সমুদ্র খেলে বসন্ত যৌবনের সুখ ।

আমি দুর্দান্ত দুর্বার সাগর সলিলে ভাসমান

গর্জন পৃথিবী আমার চোখে অপরূপা নারী

দেখি তার নিবেদিতা বুক ।

প্রতিদিন দেখা হওয়া বিস্ময়  ভালোবাসা

একখন্ড "অনাবাদী খাস "।

জীবনে মরণে অনন্ত যৌবন যার আমাকে

করছে কৃতদাস ---------।


আমি দেখছি ঘুমন্ত বনস্পতি কবিতায়

মুখরিত শালিকের ঠোঁটে ।

শাখা প্রশাখায় মাটির মমতা ভালোবাসা

বাতাসের ক্রোড়ে -আমি দেখে যাই চৈতি

ঘুর্ণী গুলো তৃণ নিয়ে ছুটিতেছে মাঠে ।

আমি যতই বলছি শুনতে চায়নি সে --

সময়ের অযুহাত যৌবনে ।

"একখন্ড খাস" আমার কবিতা বৃষ্টিহীন 

মাঠে পড়ে আছে আকাল সময়ের ক্ষেত

বার্ধক্যে জবু-থবু জীবন এক বিশ্বাসের

পথ অরণ্যে রোদনে ।


রচনা কাল -১৩/৩/২০২১ ম্যানার পার্ক

লন্ডন ।