শিরোনাম:  রক্ততিলকরচনা:   তুহিনা চক্রবর্তী তারিখ:  ৯/০৩/২০২১
চিতার আগুনে দাউ দাউ করে জ্বলছে এ কার দেহ? 
প্রতিটি অগ্নিকণার বুকচিরে ছিটকে পড়ছে হাহাকার,পোড়া লাশের ঝাঁঝালো দূর্গন্ধে প্রকম্পিত বাতাসে বইছে প্রতিবাদের মিছিল।
কেরোসিনে ভেজা …
শিরোনাম: রক্ততিলক
রচনা: তুহিনা চক্রবর্তী
তারিখ: ৯/০৩/২০২১
চিতার আগুনে দাউ দাউ করে জ্বলছে এ কার দেহ?
প্রতিটি অগ্নিকণার বুকচিরে ছিটকে পড়ছে হাহাকার,পোড়া লাশের ঝাঁঝালো দূর্গন্ধে প্রকম্পিত বাতাসে বইছে প্রতিবাদের মিছিল।
কেরোসিনে ভেজা অনাবৃত নারীদেহ আজ একদলা অগ্নিপিণ্ড।চিতার আগুনে ভস্মীভূত হল আঁচড়ের দাগ,শুকনো রক্ত, শরীরের ক্ষত,শেষ হল প্রতিরোধ
যত।
চঞ্চল মেয়েটি আজ বড়ই শান্ত,জ্বলতে জ্বলতে চিৎকারটা হল বন্ধ,নারী শরীর হল এক মুঠো ছাই।
সবশেষে প্রতিবাদী মিছিলে গলা মেলাই।
জ্বলে উঠলো মৌন মোমবাতি--
জ্বলে উঠলো মায়ের বুকের পাঁজর।
আর মৌনতা নয়
প্রতিবাদ হোক একটাই__
ধর্ষকের বুক চিরে কপালে
রক্ততিলক আঁকতে চাই
______

 
 
 
