Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#বিভাগ_কবিতা #শুধু_তোমার_জন্য #মালা_সেন_দে ৯।৩।২০২১
এই তো হয়েছে সময় তোমাকে মনে করার , গায়ে আমার টান ধরেছে , ঠোঁটে আমার ব্যথার হাসি । অলস দুপুর কত কি যে মনে করাচ্ছে , শহর জানালা হচ্ছে বিবাগী , শীতের সকাল আর রোদ খোঁজে না , ঝরা পাতার…

 


#বিভাগ_কবিতা 

#শুধু_তোমার_জন্য 

#মালা_সেন_দে 

৯।৩।২০২১


এই তো হয়েছে সময় তোমাকে মনে করার , 

গায়ে আমার টান ধরেছে , ঠোঁটে আমার ব্যথার হাসি । 

অলস দুপুর কত কি যে মনে করাচ্ছে , শহর জানালা হচ্ছে বিবাগী , 

শীতের সকাল আর রোদ খোঁজে না , ঝরা পাতার গান করেছে মান । 

কাঁপা গলায় চা চাইতে করছো কি তুমি ভুল ,

দেখি,  আপন মনে গাইছো তুমি গান । 

বাউল মন তোমায় খোঁজে হলুদ খেতের আলের পথে ,

আনমনা মন এলিয়ে শোয় বৌ কথা কও ডাক শুনে । 

তোমার কথাই ভাবছি শুধু , অফিস পাড়ার হট্টোগোলে , 

 দুটো বাড়ির মাথায় মিষ্টি রোদ আড়াল হলে  । 

এভাবেই চলতে থাকে এক একটা দিন তোমার আমার , 

ফাগুন হাওয়ায় মনে করায় অশান্ত সেই দিনগুলো ঘুরছে দেখো কলেজ পাড়ায় , 

  কংক্রিটের  রাস্তার পাশে ওই  পলাশ গাছটায় যখন দেখি বসন্ত আসে  । 

একটা ফুল পাপড়ি মেলে ভালোবাসা দেয় ছড়িয়ে , 

ঝরা ফুলের খোঁজে দৌড়ে যাই রাস্তার ওপারেতে । 

তোমার কথা ভাবতে ভাবতে আঁচল ভরি একনিমেষে , 

গন্ধ ওর না থাক বসন্ত আনছে বয়ে , আমার জন্য একটা পলাশ । 

তোমার জন্য একটা আকাশ দিতেই পারি শর্ত ছাড়াই , 

মেঘেরা যেমন আকাশকে ভালবেসে জড়িয়ে রাখে । 

তোমার জন্য ,  অপেক্ষাতে কাটাতে পারি একযুগ বসন্ত তোমার জন্য , 

তোমার জন্য ,  হাঁটতে পারি আলোকবর্ষ পথ শুধু তোমার জন্য  ॥